সিরাজগঞ্জ সরকারি কলেজ

কলেজ

সিরাজগঞ্জ সরকারি কলেজ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি সিরাজগঞ্জ কলেজ নামে পরিচিত।[২] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণিকক্ষ, গবেষণাগার, লাইব্রেরি এবং সাধারণ রুম রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি দে‌শের অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

সিরাজগঞ্জ সরকারি কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৪০
অধ্যক্ষএ টি এম সোহেল[১]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪৩
ঠিকানা
সিরাজগঞ্জ সদর
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামসিরাজগঞ্জ কলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটsrgc.edu.bd

যমুনা বিধৌত জনপদ সিরাজগঞ্জে উচ্চ শিক্ষা লাভের সুযোগ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আকাঙ্ক্ষা থেকে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ কলেজ। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। দেশ ও জাতির সেবার ব্রতে উদ্দীপ্ত সুনাগরিক গড়ার জন্য প্রতিষ্ঠানটি সদা সচেষ্ট।[৩]

ইতিহাস সম্পাদনা

সিরাজগঞ্জ সরকারি কলেজ যমুনা নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে সিরাজগঞ্জ শহরের উত্তর পার্শ্বে অবস্থিত। ১৯৪০ সালে প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। কলেজটিতে মোট পাঁচটি শিক্ষায়তনিক ভবন, একটি মিলনায়তন, দুইটি ছাত্রাবাস, একটি ছাত্রীনিবাস ও একটি মসজিদ রয়েছে।

অনুষদ সমূহ সম্পাদনা

সিরাজগঞ্জ সরলারি কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে শ্রেণিকার্যক্রম পরিচালনার ব্যবস্থা রয়েছে। স্নাতক সম্মান

উচ্চ মাধ্যমিক

অর্জন সম্পাদনা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ২০১২ সালে রাজশাহী বোর্ডে ৫ম স্থান অর্জন করে।

কৃতি শিক্ষার্থী সম্পাদনা

  • গাজী আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সদস্য[৫]
  • রফিকুল ইসলাম সেখ, সপ্তম উপাচার্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)[৬]
  • মোহাম্মদ আ‌মিরুল ইসলাম (টেংলাহাটার আ‌মির মাস্টার)

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পাদনা

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের যে কোন স্থান থেকে কড্ডার মো‌ড়ে নেমে বাসে অথবা বেবিটেক্সিযোগে (সিএনজি স্ট্যান্ডে) নেমে রিকশাযোগে সিরাজগঞ্জ শহরের এস এস রোড দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে যাওয়া যাবে। এছাড়া সিরাজগঞ্জ রোড হতে বাসে অথবা বেবিটেক্সিতে উঠে সিরাজগঞ্জ শহর বাস স্টপেজে নেমে রিকশাযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে যাওয়া যাবে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.sirajganjsadar.sirajganj.gov.bd/site/view/college/মহাবিদ্যালয়
  2. http://sirajganjsadar.sirajganj.gov.bd/site/view/college/মহাবিদ্যালয়
  3. "Sirajganj Govt College - Digital Sirajganj"digitalsirajganj.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "সাবেক এমপি গাজী আতাউর রহমানের ইন্তেকাল"দৈনিক ইত্তেফাক। ২২ নভেম্বর ২০১৭। ২২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭ 
  6. "Dr. Md. Rafiqul Islam Sheikh" [ডঃ মোঃ রফিকুল ইসলাম সেখ]। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা