সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ

কলেজ

সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ ঢাকার রমনায় অবস্থিত বাংলাদেশের একটি বেসরকারি কলেজ[২] এই কলেজটি "সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ" নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি রাজধানীর অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।[৩]

সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৬২
অধ্যক্ষশেখ জুলহাস উদ্দিন
ঠিকানা
২৫, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামসিক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটscd.edu.bd
মানচিত্র

ইতিহাস  সম্পাদনা

কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে।[৪]

ক্যাম্পাস সম্পাদনা

কলেজটি দাঁড়িয়েছে ০.৫২ একর জমির উপর।

শিক্ষক সম্পাদনা

অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন

অনুষদ এবং বিভাগ সম্পাদনা

সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা, ও বিজ্ঞান বিভাগ এই তিনটি অনুষদের অধীনে অনেকগুলো অনুষদ রয়েছে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সম্পাদনা

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন বিভাগ
  • সামাজিক বিজ্ঞান
  • অর্থনীতি বিভাগ
  • মনোবিজ্ঞান বিভাগ

বিজ্ঞান অনুষদ সম্পাদনা

  • প্রাণরসায়ন বিভাগের
  • গণিত বিভাগ

ব্যবসায় শিক্ষা অনুষদ সম্পাদনা

  • হিসাববিজ্ঞান বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
 
সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Muggers kill student"দৈনিক ডেইলি স্টার 
  2. "সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ"সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Siddheswari degree college"infomap24.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "SIDDHESWARI COLLEGE - 6416"এনইউ ইনফো