শেরপুর সরকারি কলেজ, বগুড়া

(শেরপুর সরকারি কলেজ (বগুড়া) থেকে পুনর্নির্দেশিত)

শেরপুর সরকারি কলেজ বগুড়া জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৬৭ সালের ২৫শে নভেম্বর প্রতিষ্ঠিত হয়।[১]

ইতিহাস সম্পাদনা

স্থানীয় মহসীন আলী দেওয়ান কলেজটি প্রতিষ্ঠা করেন। এটি শেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীরামপুর মৌজার ঢাকা বগুড়া মহাসড়কের পার্শ্বে পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠত। শুরু থেকেই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি ও একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণির পাঠদানের অনুমতি লাভ করে।[১]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), বাউবি (উচ্চ মাধ্যমিক ও স্নাতক) ও ৬টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে। ১৫ সদস্যের পরিচালনা পরিষদ, ৮৮ জন শিক্ষক ও অন্যান্য কর্মচারী নিয়ে কলেজটি পরিচালিত হয়। কলেজটিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শেরপুর সরকারি কলেজ, বগুড়া"govscbog.edu.bd। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০