ক্রিকেট বিশ্বকাপ ট্রফি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি (ইংরেজি: ICC Cricket World Cup Trophy) বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় বিজয়ীকে প্রদান করা হয়। বর্তমান ট্রফি ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে তৈরী করা হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে এটিই ছিল প্রথম স্থায়ী পুরস্কার। এরপূর্বে ১৯৭৫ সালের প্রতিযোগিতার পর থেকে প্রত্যেকটি প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ট্রফি তৈরী করে বিজয়ী দলকে প্রদান করা হতো।[১] বর্তমান ট্রফির নকশাকার ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছিল লন্ডনের গারার্ড এন্ড কোং প্রতিযোগিতা আয়োজনের মাত্র দুইমাস পূর্বে।

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান ট্রফি
বিবরণক্রিকেট বিশ্বকাপ বিজয়ী
পুরস্কারদাতাআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
প্রথম পুরস্কৃত১৯৭৫ (প্রুডেন্সিয়াল কাপ ট্রফি), ১৯৮৭ (রিলায়্যান্স কাপ ট্রফি), ১৯৯২ (বেনসন এন্ড হেজেস কাপ ট্রফি), ১৯৯৬ (উইলস কাপ ট্রফি)
১৯৯৯ (বর্তমান)
বর্তমানে আধৃত অস্ট্রেলিয়া
ওয়েবসাইটআইসিসি-ক্রিকেট.কম

গঠন সম্পাদনা

বর্তমান ট্রফিটি রৌপ্য ও সোনালী রঙের সমন্বয়ে তৈরী। তিনটি রৌপ্য দণ্ডের উপর একটি সোনালী গোলক স্থাপন করা হয়েছে। দণ্ড তিনটিকে স্ট্যাম্পবল সদৃশ্য করে সাজানো হয়েছে যা ক্রিকেটের মৌলিক বিষয় - ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও গোলককে ক্রিকেট বলরূপে চিত্রিত করা হয়েছে।[২] ট্রফিটি ৬০ সেন্টিমিটার উচ্চতাবিশিষ্ট এবং ওজন আনুমানিক ১১ কিলোগ্রাম। পূর্বেকার বিশ্বকাপ বিজয়ী দলের নাম ট্রফিতে খোদাই করা আছে এবং তাতে সর্বমোট বিশটি নাম লিপিবদ্ধ করা যাবে। মূল ট্রফিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিকল্প একটি ট্রফি বিজয়ী দলকে স্থায়ীভাবে প্রদান করা হয়।[৩][৪]

ইতিহাস সম্পাদনা

১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিশ্বকাপ বিজয়ী দলকে প্রদান করা হতো। এ সময় প্রুডেন্সিয়াল প্রাইভেট লিমিটেড কোং প্রধান ব্যবসায়িক অংশীদার ছিল। ব্যবসায়িক অংশীদার পরিবর্তনের ফলে ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ট্রফির নকশা পরিবর্তিত হয়। আইসিসি’র নিজস্ব ট্রফি প্রদানের সিদ্ধান্ত না থাকায় প্রথম তিন বিশ্বকাপে একই ট্রফি প্রদান করা হলেও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ কর্তৃক ১৯৮৭, বেনসন এন্ড হেজেস কর্তৃক ১৯৯২ এবং আইটিসি ব্র্যান্ডের উইলস কর্তৃক ১৯৯৬ সালের বিশ্বকাপে পৃথক পৃথক ট্রফি প্রদান করা হয়।[৫][৬]

১৯৯৯ সালের চ্যাম্পিয়নশীপে বর্তমান ট্রফি তৈরী করা হয়। প্রতিযোগিতার ইতিহাসে এটি স্থায়ী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।[৭] ট্রফির নকশা ও তৈরীতে লন্ডনভিত্তিক গারার্ড এন্ড কোং তৈরী করে। দুই মাস সময় নিয়ে ট্রফি নির্মাণ কার্যের সমাপ্তি ঘটে।

ট্রফি বিজয়ী দল সম্পাদনা

ক্রমিক নং বছর বিজয়ী দল ট্রফি
প্রুডেন্সিয়াল কাপ ট্রফি
১৯৭৫   ওয়েস্ট ইন্ডিজ
 
প্রুডেন্সিয়াল কাপ ট্রফি
১৯৭৯   ওয়েস্ট ইন্ডিজ
 
প্রুডেন্সিয়াল কাপ ট্রফি
১৯৮৩   ভারত
 
প্রুডেন্সিয়াল কাপ ট্রফি
রিলায়্যান্স বিশ্বকাপ ট্রফি
১৯৮৭   অস্ট্রেলিয়া
বেনসন এন্ড হেজেস কাপ ট্রফি
১৯৯২   পাকিস্তান
উইলস বিশ্বকাপ ট্রফি
১৯৯৬   শ্রীলঙ্কা
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
১৯৯৯   অস্ট্রেলিয়া
২০০৩   অস্ট্রেলিয়া
২০০৭   অস্ট্রেলিয়া
১০ ২০১১   ভারত
১১ ২০১৫   অস্ট্রেলিয়া
১২ ২০১৯   ইংল্যান্ড

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Trophy is first permanent prize in game's history"। cnnsi.com। ২৩ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০০৭ 
  2. "Cricket World Cup- Past Glimpses"। webindia123.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০০৭ 
  3. Rodrigopulle, Elmo (১১ এপ্রিল ২০০৭)। "Big money for winner of World Cup 2007"Daily News (Sri Lanka)Cabinet of Sri Lanka। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  4. Wijesiri, Lionel (২৮ এপ্রিল ২০১১)। "Battle for World cricket supremacy"Daily News (Sri Lanka)Cabinet of Sri Lanka। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২ 
  5. "How limited-overs cricket led to birth of World Cup"Dawn (newspaper)। ৯ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১১ 
  6. "World Cup sponsorship v prize money"। IBNLive.com। ১৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১১ 
  7. "Trophy is first permanent prize in game's history"cnnsi.com। ২৩ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০০৭ 

আরও দেখুন সম্পাদনা