উইকিমিডিয়া ইউক্রেন

ইউক্রেনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আঞ্চলিক অধ্যায়
(Wikimedia Ukraine থেকে পুনর্নির্দেশিত)

উইকিমিডিয়া ইউক্রেন হল ইউক্রেনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আঞ্চলিক অধ্যায়। সংস্থাটি ৩১শে মে, ২০০৯ সালে তৈরি করা হয়েছিল। এই দিনই প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় এবং পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়।

উইকিমিডিয়া ইউক্রেন
Вікімедіа Україна
২০১৮ সালে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যদের অংশ।
সংক্ষেপেWMUA / ВМУА
গঠিত৩১ মে ২০০৯ (2009-05-31)
ধরনঅ-লাভজনক সংগঠন
আইনি অবস্থাজনহিতকর সংস্থা
উদ্দেশ্যমানুষ ও সংস্থাগুলিকে উন্মুক্ত জ্ঞান তৈরি ও সংরক্ষণে সাহায্য করার জন্য, উইকিমিডিয়া-সম্পর্কিত বিভিন্ন উদ্যোগকে সমর্থন করা এবং সকলের জন্য সহজে অ্যাক্সেস প্রদানে সহায়তা করা।
সদরদপ্তর০১০০১, কিয়েভ, বরিস হ্রিনচেঙ্কো সেন্ট ৯, অফিস ২০
অবস্থান
স্থানাঙ্ক৫০°২৬′৫৬″ উত্তর ৩০°৩১′১৩″ পূর্ব / ৫০.৪৪৮৯° উত্তর ৩০.৫২০৪° পূর্ব / 50.4489; 30.5204
এলাকাগত সেবা
ইউক্রেন
পদ্ধতিসমূহপাবলিক আউটরিচ
সদস্য
৬৭ (ডিসেম্বর ২০১৮ অনুযায়ী)[১]
চেয়ারম্যান
ইলিয়া কর্নিয়কো
সচিব
বোহদান মেলনিচুক
ট্রেজারার
মাইকোলা কোজলেঙ্কো
অনুমোদনউইকিমিডিয়া ফাউন্ডেশন
স্টাফ
[২]
ওয়েবসাইটua.wikimedia.org

৩ জুলাই, ২০০৯ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিমিডিয়া ইউক্রেনকে তার আঞ্চলিক অধ্যায় হিসেবে অনুমোদন প্রদান করে।

১৩ জুলাই ২০০৯ সালে উইকিমিডিয়া ইউক্রেন ইউক্রেনের বিচার মন্ত্রণালয় থেকে সংস্থার নিবন্ধনের একটি প্রশংসাপত্র পায়।

পরিচালনা বোর্ড সম্পাদনা

ফ্রেব্রুয়ারি ২০২১-এর হিসাব অনুযায়ী, বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন:[৩]

  • ইলিয়া করনিকো (চেয়ারম্যান)
  • মাইকোলা কোজলেঙ্কো (কোষাধ্যক্ষ)
  • বোহদান মেলনিচুক (সচিব)
  • নাটালিয়া লাস্টোভেটস
  • আন্তন ওবোজিন
  • ওলগা মিলিয়ানোভিচ
  • ইহোর মাকোভস্কি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Члени організації (Members of organization) (ইউক্রেনীয় ভাষায়)
  2. Працівники та підрядники (Employees and contractors) (ইউক্রেনীয় ভাষায়)
  3. Правління (বোর্ড) (ইউক্রেনীয় ভাষায়)

বহিঃসংযোগ সম্পাদনা