ঘোষ তালব্য স্পর্শধ্বনি

ব্যঞ্জনধ্বনি
(Voiced palatal plosive থেকে পুনর্নির্দেশিত)

ঘোষ তালব্য স্পর্শধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।

আইপিএতে [ɟ]
বর্তমান বাংলা লিপিতে নেই, তবু প্রাচীন বাংলায় জ্‌‌‌‌

বর্তমান বাংলা বর্ণমালায় "জ" বর্ণটি স্পৃষ্টভাবে উচ্চারিত নয়। বর্তমান বাংলা ভাষায় এই বর্ণটি ঘৃষ্টভাবে উচ্চারিত বলে ঘৃষ্টধ্বনি বলা হয়। যেমন "জাল", "জিনিস", "জ্বর", ইত্যাদি।