উমেশ কুলকার্নি

ভারতীয় ক্রিকেটার
(Umesh Kulkarni (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

উমেশ নারায়ণ কুলকার্নি (উচ্চারণ; মারাঠি: उमेश कुलकर्णी; জন্ম: ৭ মার্চ, ১৯৪২) তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের আলীবাগ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

উমেশ কুলকার্নি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামউমেশ নারায়ণ কুলকার্নি
জন্ম৭ মার্চ, ১৯৪২
আলীবাগ, মহারাষ্ট্র, ব্রিটিশ ভারত
উচ্চতা৫ ফুট ৬.৫ ইঞ্চি (১.৬৯ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১১৭)
২৩ ডিসেম্বর ১৯৬৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২২ ফেব্রুয়ারি ১৯৬৮ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৩/৬৪ - ১৯৬৯/৭০মুম্বই
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৯
রানের সংখ্যা ১৩ ১৫৮
ব্যাটিং গড় ৪.৩৩ ৭.৯০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ২৬*
বল করেছে ৪৪৮ ২৯৬৯
উইকেট ৪০
বোলিং গড় ৪৭.৬০ ৩৯.৯৫
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/৩৭ ৪/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জুন ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মুম্বই দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি উচ্চতার অধিকারী উমেশ কুলকার্নি[১]

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত উমেশ কুলকার্নি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

বামহাতি ফাস্ট বোলার উমেশ কুলকার্নি ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। অধিকাংশ খেলাই ১৯৬৩-৬৪ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুমে মুম্বই দলের পক্ষে খেলেন।

১৯৬৪-৬৫ মৌসুমে দলের সাথে সিলন গমন করেন। এ সফরে ব্যক্তিগত সেরা ৪/৪৩ বোলিং পরিসংখ্যান দাঁড় করান।[২] ১৯৬৬-৬৭ মৌসুমে চার খেলায় মাত্র চারটি উইকেট লাভ করা স্বত্ত্বেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমনার্থে ভারত দলের সদস্যরূপে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৩]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন উমেশ কুলকার্নি। ২৩ ডিসেম্বর, ১৯৬৭ তারিখে অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

অনেকাংশে বিস্ময়করভাবেই ১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমনের জন্যে ভারত দলে মনোনীত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ পান। তবে, কিছুটা পিচ থেকে সহায়তা পেলেও কার্যত অকার্যকর ছিলেন। চটপটে বামহাতি মিডিয়াম-পেসার ছিলেন তিনি।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নতুন বল হাতে নিয়ে বিল লরিকে শূন্য রানে বিদেয় করেছিলেন। এটিই তার একমাত্র সাফল্য ছিল। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ১ রানে অপরাজিত ছিলেন। এ পর্যায়ে প্রায় অর্ধ-ঘণ্টা ক্রিজে অবস্থান করে এম. এল. জয়সীমাকে সঙ্গ দেন। ৮০ রানে থাকা অবস্থায় মাঠে নামেন ও তাকে সেঞ্চুরি পূরণে সহায়তার হাত প্রসারিত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হলেও কয়েক বছর বোম্বে দলের প্রতিনিধিত্ব করেন। হঠাৎ আলোর ঝলকানির ন্যায় দ্রুত পর্দার অন্তরালে চলে যান। সংক্ষিপ্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ৩৯.৯৫ গড়ে ৪০ উইকেট পেয়েছিলেন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mukherjee, Abhishek। "Umesh Kulkarni: Unexpected selection before disappearance for good"Cricket Country। ১৩ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮ 
  2. "India v Ceylon 1964-65"। ১২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  3. "Umesh Kulkarni bowling by season"। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা