স্বপ্নীল পাতিল

ভারতীয় ক্রিকেটার
(Swapnil Patil থেকে পুনর্নির্দেশিত)

স্বপ্নীল প্রকাশ পাতিল (মারাঠি: स्वप्नील पाटील; জন্ম: ১৫ এপ্রিল, ১৯৮৫) ভারতীয় বংশোদ্ভূত আমিরাতি ক্রিকেটার[১] স্বপ্নীল পাতিল ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট-রক্ষক হিসেবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলে খেলছেন।

স্বপ্নীল পাতিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামস্বপ্নীল প্রকাশ পাতিল
জন্ম (1985-04-15) ১৫ এপ্রিল ১৯৮৫ (বয়স ৩৮)
থানে, মহারাষ্ট্র, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার, ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৪)
১ ফেব্রুয়ারি ২০১৪ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই১২ মার্চ ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-বর্তমানসংযুক্ত আরব আমিরাত
২০০৪/০৫-২০০৫/০৬মুম্বই অনূর্ধ্ব-১৯
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ৪২
রানের সংখ্যা ২৪১ ৫৩ ৫৩২ ১,০৫৩
ব্যাটিং গড় ৩৪.৪২ ১৭.৬৬ ৫৯.১১ ২৮.৪৫
১০০/৫০ –/২ –/- –/৫ –/৫
সর্বোচ্চ রান ৯৯* ৩০ ৯৪ ৯৯*
বল করেছে - - - -
উইকেট - - - -
বোলিং গড় - - - -
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/১; ০/০ ৯/৩; ৪১/৯
উৎস: Cricinfo, ১২ মার্চ ২০১৫

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায় দলের অন্যতম সদস্য ছিলেন। নিউজিল্যান্ডের লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। তিনি ৯৯ বলে ৯৯ রান সংগ্রহ করেন। কিন্তু তার দল ৪১ রানে পরাজিত হয়। এছাড়াও, মার্চ, ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নেন। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে তার টি২০আই অভিষেক ঘটে। ২৮ বলে ২৩ রান সংগ্রহ করে টম কুপারের শিকারে পরিণত হন।

ক্রিকেট বিশ্বকাপ সম্পাদনা

আমিরাত ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক ১০ জানুয়ারি, ২০১৫ তারিখে প্রকাশিত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য স্বপ্নীলসহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[২]

১২ মার্চ, ২০১৫ তারিখে ওয়েলিংটনের ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দায়িত্বশীল ১০০ বলে অপরাজিত ৫৭* রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। কিন্তু খেলায় তার দল দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৬ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Swapnil Patil"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪ 
  2. "UAE Name Final 15 Man Squad for ICC Cricket World Cup 2015"। ১৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা