সুনীল বালসন

ভারতীয় ক্রিকেটার
(Sunil Valson থেকে পুনর্নির্দেশিত)

সুনীল বালসন (গুজরাটি: સુનીલ વાલ્સન; জন্ম: ২ অক্টোবর, ১৯৫৮) অন্ধ্রপ্রদেশের সেকান্দারাবাদ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

সুনীল বালসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসুনীল বালসন
জন্ম (1958-10-02) ২ অক্টোবর ১৯৫৮ (বয়স ৬৫)
সেকান্দারাবাদ, অন্ধ্রপ্রদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭৫ ২২
রানের সংখ্যা ৩৭৬ ১৬
ব্যাটিং গড় ৯.৪০ ৮.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৮ ১১*
বল করেছে ৯৯৪৫ ১২২৪
উইকেট ২১২ ২৩
বোলিং গড় ২৫.৩৫ ৩০.০৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৮/৪০ ৩/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৪/– ৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ এপ্রিল, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি ও রেলওয়েজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৭৭-৭৮ মৌসুম থেকে ১৯৮৭-৮৮ মৌসুম পর্যন্ত সুনীল বালসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৭৭ থেকে ১৯৮৮ সালর মধ্যে ৭৫টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নেন তিনি।

১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে খেলার জন্যে তাকে ভারত দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়। তবে, দলের একমাত্র খেলোয়াড় হিসেবে কোন খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাননি তিনি।[১]

বর্তমানে তিনি দিল্লি ক্যাপটালস দলের ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Strange appearances"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬ 
  2. "Sunil Valson"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬ 
  3. "Coaches and support staff of IPL Teams"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা