স্টুডেন্ট অব দ্য ইয়ার

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহার পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র
(Student of the Year থেকে পুনর্নির্দেশিত)

স্টুডেন্ট অফ দ্য ইয়ার (হিন্দি: स्टुडेंट ऑफ़ द ईयर, অনুবাদ'বর্ষসেরা ছাত্র') ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ভারতীয় হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। ধর্ম প্রডাকশনসের ব্যানারে এবং শাহরুখ খানের রেড চিলি এন্টারটমেন্টের সহযোগিতায় এটির প্রযোজনা করেন হিরু ইয়াস জোহর।[] ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা ও ভারুন ধাওয়ান।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার
স্টুডেন্ট অফ দ্য ইয়ার চলচ্চিত্রের পোস্টার
পরিচালককরণ জোহর
প্রযোজকহিরো ইয়াস জোহর
গৌরি খান
রচয়িতানিরঞ্জন আয়েঙ্গার
চিত্রনাট্যকাররেঞ্জিল ডি'সিলভা
শ্রেষ্ঠাংশেআলিয়া ভাট
সিদ্ধার্থ মালহোত্রা
বরুন ধাওয়ান
সুরকারবিশাল-শেখর
চিত্রগ্রাহকআয়ানানকা বোস
সম্পাদকদীপা ভাটিয়া
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকধর্ম প্রডাকশনস
মুক্তি
  • ১৯ অক্টোবর ২০১২ (2012-10-19)
স্থিতিকাল১৪৬ মিনিট[]
দেশ ভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৫৯ কোটি[]
আয়প্রা. ৯৬.৬৬ কোটি[]

১৯শে অক্টোবর ২০১২ সালে সারা ভারতে ১৪০০টিরও বেশি স্থানে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। এটি ২০১২ সর্বোচ্চ আয়কৃত বলিউডের চলচ্চিত্রগুলির একটি।[] এর একটি সিকুয়েল, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ২০১৮ সালে মুক্ত পায়।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

সাউন্ড ট্র্যাক

সম্পাদনা
স্টুডেন্ট অব দ্য ইয়ার
কর্তৃক
মুক্তির তারিখ৩১ আগস্ট ২০১২
দৈর্ঘ্য৩০:২৪
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক
প্রযোজককরন জোহার

ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর ও গানের কথা লিখেছেন আনভিতা দত্ত

ট্র্যাকলিস্ট
নং.শিরোনামগীতিকারগায়ক(গুলি)দৈর্ঘ্য
১."দ্য ডিসকো সং"আনভিতা দত্তবেনি দায়াল, নাজিয়া হাসানসুনিদি চৌহান৫:৪২
২."ইশক ওয়ালা লাভ"আনভিতা দত্তশেখর রাজভানী, সেলিম মারচান্দনীতি মোহন৪:১৮
৩."রাধা"আনভিতা দত্তশ্রেয়া ঘোষাল, উদিত নারায়ন, বিশাল-শেখর৫:৪১
৪."রাট্টা মার"আনভিতা দত্তবিশাল ও শেফালি আলভেরিস৩:৩০
৫."কুক্কাড"আনভিতা দত্তশহিদ মালয়া ও নিশা৪:৪২
৬."ভেলে"আনভিতা দত্তবিশাল-শেখর৩:৫০
৭."মেশআপ অফ দ্য ইয়ার"আনভিতা দত্তডিজে কিরন ও অন্যান্য৩:০২
মোট দৈর্ঘ্য:৩০:২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "STUDENT OF THE YEAR (12A) - British Board of Film Classification"। ১৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১২ 
  2. [১] বক্স অফিস ইন্ডিয়া
  3. "Student of the Year"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১২ 
  4. Boxofficeindia.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ নভেম্বর ২০১২ তারিখে. Boxofficeindia.com.
  5. "Bollywood Inside - Rishi Kapoor is going to play Gay" 

বহিঃসংযোগ

সম্পাদনা