স্পেস শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনা

(Space Shuttle Challenger Disaster থেকে পুনর্নির্দেশিত)

স্পেস শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনা হচ্ছে একটি মহাকাশযান সংশ্লিষ্ট দুর্ঘটনা, যা সংঘটিত হয় ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি। সেদিন উড্ডয়নের ৭৩ সেকেন্ড পর যান্ত্রিক সমস্যার কারণে স্পেস শাটল চ্যালেঞ্জার ভেঙে টুকরো হয়ে যায়, এবং এর আরোহী সাত জন মহাকাশচারী মারা যান। এর ধ্বংসাবশেষ পতিত হয় আটলান্টিক মহাসাগরে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে। দুর্ঘটনটি ঘটার সময় ছিলো উত্তর আমেরিকার পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সময় সকাল ১১টা ৩৯ মিনিট, বিকাল ৪টা ৩৯ মিনিট (ইউটিসি)।

বিস্ফোরণ মুহুর্তে স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে নির্গত ধোঁয়া। এই দূর্ঘটনায় এসটিএস-৫১-এল মিশনের সকল আরোহী নিহত হয়।
এসটিএস-৫১-এল আরোহীগণ: (সামনের সারি) মাইকেল জে. স্মিথ, ডিক স্কোবি, রোনাল্ড ম্যাকনেয়ার, (পেছনের সারি) এলিসন ওনিজুকা, ক্রিস্টা ম্যাকঅলিফে, গ্রেগরি জারভিস, জুডিথ রেসনিক।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা