দক্ষিণাঞ্চল ক্রিকেট দল (ভারত)
(South Zone cricket team থেকে পুনর্নির্দেশিত)
দক্ষিণাঞ্চল ক্রিকেট দল হল একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট দল যা ভারতের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। মূলত দিলীপ ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি ও দেওধর ট্রফিতে অংশ নেয়। দক্ষিণ ভারতের সাতটি দল নিয়ে এই দলটি গঠিত যারা যথাক্রমে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, গোয়া ও পুদুচেরি।
দক্ষিণাঞ্চল ১১ বার দিলীপ ট্রফি জিতেছে, যা অঞ্চলগুলির মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। সর্বোচ্চ জিতেছে উত্তরাঞ্চল ক্রিকেট দল (১৭ বার)।
বর্তমান দল
সম্পাদনাঅধিনায়ক
সম্পাদনা- হনুমা বিহারী (অন্ধ্রপ্রদেশ)
ব্যাট্সমেন
সম্পাদনা- বিজয় শঙ্কর (তামিলনাড়ু)
- মায়াঙ্ক আগরওয়াল (কর্ণাটক)
- রবিকুমার সমর্থ (কর্ণাটক)
- শচীন বেবি (কেরালা)
- তিলক বর্মা (অন্ধ্রপ্রদেশ)
অল-রাউন্ডার
সম্পাদনা- ওয়াশিংটন সুন্দর (তামিলনাড়ু)
উইকেট-রক্ষক
সম্পাদনা- কে এস ভারত (অন্ধ্রপ্রদেশ)
- রিকি ভুই (অন্ধ্রপ্রদেশ)
- বিষ্ণু বিনোদ (কেরালা)
স্পিনার
সম্পাদনা- মুরুগান অশ্বিন (তামিলনাড়ু)
- রবিশ্রীনিবাসন সাই কিশোর (তামিলনাড়ু)
পেসার
সম্পাদনা- বিদ্বথ কাভেরাপ্পা (কর্ণাটক)
- বিজয়কুমার বৈশক (কর্ণাটক)
নবাগত
সম্পাদনা- সাই সুদর্শন (তামিলনাড়ু)
- প্রদোষ রঞ্জন পাল (তামিলনাড়ু)
আন্তর্জাতিক খেলোয়াড়গণ
সম্পাদনা- রজার বিনি
- শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন
- সৈয়দ আবিদ আলী
- মনসুর আলি খান পতৌদি
- সৈয়দ কিরমানি
- ব্রিজেশ প্যাটেল
- এম. এল. জয়সীমা
- আব্বাস আলী বেগ
- মোহাম্মদ আজহারউদ্দীন
- লক্ষ্মীপতি বালাজী
- রাহুল দ্রাবিড়
- দিনেশ কার্তিক
- অনিল কুম্বলে
- ভি. ভি. এস. লক্ষ্মণ
- এস. শ্রীশান্ত
- জাভাগল শ্রীনাথ
- ভেঙ্কটেশ প্রসাদ
- প্রজ্ঞান ওঝা
- ভাগবত চন্দ্রশেখর
- ইরাপল্লী প্রসন্ন
- কৃষ্ণমাচারি শ্রীকান্ত
- গুণ্ডাপ্পা বিশ্বনাথ
- সুনীল জোশী
- মুরলী বিজয়
- বিজয় ভরদ্বাজ
- রবিচন্দ্রন অশ্বিন
- রবিন উথাপ্পা
- করুণ নায়ার
- মনীষ পাণ্ডে
- স্টুয়ার্ট বিনি
- বিনয় কুমার
- অভিনব মুকুন্দ
- অভিমন্যু মিথুন
- শ্রীনাথ অরবিন্দ
- বিজয় শঙ্কর
- লোকেশ রাহুল
- মায়াঙ্ক আগরওয়াল
- হনুমা বিহারী
- মোহাম্মদ সিরাজ
- সঞ্জু স্যামসন
- ওয়াশিংটন সুন্দর
- টি. নটরাজন
বহিঃসংযোগ
সম্পাদনা- দক্ষিণাঞ্চল ক্রিকেট দল, ক্রিকেট আর্কাইভ