স্কার্দু জেলা

(Skardu District থেকে পুনর্নির্দেশিত)

স্কার্দু জেলা (উর্দু: ضلع سکردو‎‎) বালিস্তানের একটি অন্যতম অংশ এবং বর্তমানে পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দশটি জেলার মধ্যে একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণ-পূর্ব দিকে ভারতের শাসিত জম্মু ও কাশ্মীরের কারগিল জেলা, পূর্বদিকে ঘাঞ্চি জেলা, উত্তরপূর্বে জিনজিয়াং প্রদেশ, দক্ষিণে বারামুল্লা জেলাকারগিল জেলা, পশ্চিমে অ্যাস্তর জেলা ও উত্তরে গিলগিত জেলা

স্কার্দু জেলা
Skardu District
জেলা
দেশ পাকিস্তান
অঞ্চলগিলগিত-বালতিস্তান
বিভাগবালতিস্তান
প্রতিষ্ঠাকালজুলাই ১, ১৯৭০
রাজধানীস্কার্দু
আয়তন
 • মোট১৫,০০০ বর্গকিমি (৬,০০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২,১৪,৮৪৮
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
জেলা পরিষদতহসিলের সংখ্যা

শিক্ষা সম্পাদনা

২০১৫ সালের পাকিস্তানের আলিফ আইলান জেলা শিক্ষা ক্রম অনুযায়ী, ডাইমার শিক্ষার দিক থেকে ১৪৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪তম স্থান দখল করে আছে।[১] সুবিধা ও অবকাঠামোর দিক থেকে জেলাটি ১৪৮টির মধ্যে ৮৯তম স্থান দখল করে আছে।

লেক সম্পাদনা

জেলার কিছু হ্রদ হল:

  • স্নো হৃদ,
  • সাতপাড়া হৃদ,
  • শেওসার হৃদ,
  • কচুরা হৃদ,
  • এবং শাংগ্রিলা হৃদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Individual district profile link, 2015"। Alif Ailaan। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৫-০৭ 

বহিঃসংযোগ সম্পাদনা