সিভাসস্পোর

(Sivasspor থেকে পুনর্নির্দেশিত)

সিভাসস্পোর (ইংরেজি: Sivasspor) হচ্ছে সিভাস ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৮৭ সালের ৯ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিভাসস্পোর তাদের সকল হোম ম্যাচ সিভাসের সিভাস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৫৩২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রিজা চালিম্বায় এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মেজনুন ওতিয়াকমাজ। তুর্কি রক্ষণভাগের খেলোয়াড় জিয়া এরদাল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

সিভাসস্পোর
পূর্ণ নামসিভাসস্পোর কুলুবু
ডাকনামইয়িদোলার (ইয়িদোস)
প্রতিষ্ঠিত৯ মে ১৯৬৭; ৫৬ বছর আগে (1967-05-09)
মাঠসিভাস স্টেডিয়াম
ধারণক্ষমতা২৭,৫৩২
সভাপতিতুরস্ক মেজনুন ওতিয়াকমাজ[১]
ম্যানেজারতুরস্ক রিজা চালিম্বায়
লিগসুপার লিগ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সিভাসস্পোর এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যেগুলো হচ্ছে টিএফএফ প্রথম লিগ শিরোপা। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, সিভাসস্পোরের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৮ উয়েফা ইন্টারটোটো কাপের রানার-আপ হওয়া।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

ইউরোপীয় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SİVAS 4 EYLÜL"Turkish Football Federation। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৯ 
  2. "বর্তমান মৌসুমে সিভাসস্পোর দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:সিভাসস্পোর