শহীদ মাহবুব

পাকিস্তানী ক্রিকেটার
(Shahid Mahboob থেকে পুনর্নির্দেশিত)

শহীদ মাহবুব (উর্দু: شاہد محبوب‎‎; জন্ম: ২৫ আগস্ট, ১৯৬২) সিন্ধু প্রদেশের করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮২ থেকে ১৯৮৯ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

শহীদ মাহবুব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশহীদ মাহবুব
জন্ম (1962-08-25) ২৫ আগস্ট ১৯৬২ (বয়স ৬১)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১১৫)
১ ডিসেম্বর ১৯৮৯ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪২)
৩১ ডিসেম্বর ১৯৮২ বনাম ভারত
শেষ ওডিআই৭ ডিসেম্বর ১৯৮৪ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৯/৮০ - ১৯৮১/৮২পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপম্যান্ট ব্যাংক
১৯৮১/৮২ - ১৯৯২/৯৩করাচি
১৯৮২/৮৩ - ১৯৯৮/৯৯অ্যালাইড ব্যাংক লিমিটেড
১৯৮৩/৮৪ - ১৯৯৭/৯৮করাচি হোয়াইটস
১৯৮৩/৮৪ - ১৯৯১/৯২পাকিস্তান অটোমোবাইলস কর্পোরেশন
১৯৮৪/৮৫ - ১৯৯৮/৯৯করাচি ব্লুজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ১৫২ ৯৪
রানের সংখ্যা ১১৯ ৩৩৫৭ ১০৫৬
ব্যাটিং গড় ২৩.৮০ ১৬.০৬ ১৭.০৩
১০০/৫০ –/– –/১ ৩/৬ –/৬
সর্বোচ্চ রান ৭৭ ১১০ ৮৩
বল করেছে ২৯৪ ৫৪০ ৩০৪৯৮ ৪২৬৬
উইকেট ৬৭৮ ১১১
বোলিং গড় ৬৫.৫০ ৫৪.৫৭ ২৩.৭৬ ২৬.৮৮
ইনিংসে ৫ উইকেট ৪০
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/১৩১ ১/২৩ ৮/৬২ ৫/৫২
ক্যাচ/স্ট্যাম্পিং –/– ১/– ৮৩/– ১৭/–

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে অ্যালাইড ব্যাংক, পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপম্যান্ট ব্যাংক, ইসলামাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, করাচি, পাকিস্তান অটোমোবাইলস কর্পোরেশন, কোয়েটা ও রাওয়ালপিন্ডি দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে অধ্যয়ন করেছেন তিনি।[১] ১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত শহীদ মাহবুবের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মিডিয়াম পেস বোলিংয়ে সজীবভাব বজায় রাখতেন। আক্রমণধর্মী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও দশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন শহীদ মাহবুব। ১ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে লাহোরে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

একদিনের আন্তর্জাতিকে সাত নম্বর অবস্থানে নেমে সর্বাধিকসংখ্যক ১২৬ বল মোকাবেলা করার রেকর্ড ধারণ করে আছেন।[২]

ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ সম্পাদনা

১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন তিনি। ঐ খেলায় তিনি ৭৭ রানের দূর্দান্ত ইনিংস খেলেন। এ সংগ্রহটি ঐ সময়ে বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ঘটা ঐ খেলায় ইমরান খানের সাথে ১৪৪ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। এ পর্যায়ে পিচ বোলারদের উপযোগী ছিল না ও তার খেলার ধরন সম্পর্কে অবগত ছিলেন না। ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে তার দল সেমি-ফাইনাল পর্যন্ত অগ্রসর হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  2. "Batting records | One-Day Internationals | Cricinfo Statsguru | ESPN Cricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা