রুডি স্টেইন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(Rudi Steyn থেকে পুনর্নির্দেশিত)

ফিলিপ্পাস জেরেমিয়া রুডল্ফ স্টেইন (ইংরেজি: Rudi Steyn; জন্ম: ৩০ জুন, ১৯৬৭) কেপ প্রদেশের কিম্বার্লী এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

রুডি স্টেইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফিলিপ্পাস জেরেমিয়া রুডল্ফ স্টেইন
জন্ম৩০ জুন, ১৯৬৭
কিম্বার্লী, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬০)
২ জানুয়ারি ১৯৯৫ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট৪ মার্চ ১৯৯৫ বনাম নিউজিল্যান্ড
একমাত্র ওডিআই
(ক্যাপ ৩৬)
২২ অক্টোবর ১৯৯৫ বনাম জিম্বাবুয়ে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১২৭
ব্যাটিং গড় ২১.১৬ ৪.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ সেপ্টেম্বর ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, নাটাল, নর্দার্নস ও অরেঞ্জ ফ্রি স্টেট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন রুডি স্টেইন

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

কিম্বার্লীর ডায়াম্যান্টভেল্ড হাই স্কুলে অধ্যয়ন করেছেন তিনি। ১৯৮৫-৮৬ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত রুডি স্টেইনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ধৈর্য্যশীল উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন রুডি স্টেইন। ক্রিজের কাছাকাছি এলাকায় ঝানু ফিল্ডার হিসেবে অবস্থান করতেন।

১৯৯৫-৯৬ মৌসুমে নাটালের পক্ষে খেলা শুরু করেন। এরপূর্বে ১৯৮৫-৮৬ মৌসুমে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের পক্ষে খেলেছেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত অরেঞ্জ ফ্রি স্টেটের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত জিডব্লিউ নাফের পক্ষে জুনিয়র রিপ্রেজেন্টিটিভ ক্রিকেটে অংশ নেন।

২০০২ সালে নর্দার্নসের পক্ষে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন শেষের পূর্বে তিনটি খেলায় অংশ নেন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে তার স্ট্রাইক রেটের কিছুটা উত্তরণ ঘটে। পাঁচটি একদিনের শতরানের পাশাপাশি এগারোটি প্রথম-শ্রেণীর শতরানের ইনিংস খেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন রুডি স্টেইন। ২ জানুয়ারি, ১৯৯৫ তারিখে কেপ টাউনে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৪ মার্চ, ১৯৯৫ তারিখে অকল্যান্ডে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ২২ অক্টোবর, ১৯৯৫ তারিখে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

বেশ প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তার চমৎকার অভিষেক পর্ব সম্পন্ন হয়। গ্যারি কার্স্টেনের সাথে উদ্বোধনী জুটিতে শতরান সংগ্রহ করেন। ২২০ মিনিট ক্রিজে অবস্থান করে ৪৬ রান তুলেছিলেন। ইডেন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে তার এ সংগ্রহ পরবর্তীতে সর্বোচ্চ সংগ্রহ হিসেবে চিত্রিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা