রে ইলিংওয়ার্থ

ইংরেজ ক্রিকেটার
(Ray Illingworth থেকে পুনর্নির্দেশিত)

রেমন্ড (রে) ইলিংওয়ার্থ, সিবিই (ইংরেজি: Ray Illingworth; জন্ম: ৮ জুন, ১৯৩২ - 25 ডিসেম্বর, 2021) পশ্চিম ইয়র্কশায়ারের পাডসে এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট ধারাভাষ্যকার ও ক্রিকেট প্রশাসক। ১৯৫৮ থেকে ১৯৭৩ মেয়াদকালে ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্যসহ দলীয় অধিনায়ক ছিলেন তিনি।

রে ইলিংওয়ার্থ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরেমন্ড ইলিংওয়ার্থ
জন্ম (1932-06-08) ৮ জুন ১৯৩২ (বয়স ৯১)
পাডসে, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু25 ডিসেম্বর, 2021
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার, অধিনায়ক, ধারাভাষ্যকার, প্রশাসক
সম্পর্কঅ্যাশলে মেটকাফি (জামাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৮৯)
২৪ জুলাই ১৯৫৮ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২৩ আগস্ট ১৯৭৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ )
৫ জানুয়ারি ১৯৭১ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২০ জুলাই ১৯৭৩ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৬১ ৭৮৭ ২১৮
রানের সংখ্যা ১৮৩৬ ২৪,১৩৪ ২,৩৮০
ব্যাটিং গড় ২৩.২৪ ২.৫০ ২৮.০৬ ২৬.৭৪
১০০/৫০ ২/৫ ০/০ ২২/১০৫ ০/৪
সর্বোচ্চ রান ১১৩ ১৬২ ৭৯
বল করেছে ১৯৮৯ ১৩০ ১১,৭৮৬০ ৮,০৯৭
উইকেট ১২২ ২,০৭২ ১৮৬
বোলিং গড় ৩১.২০ ২১.০০ ২০.২৭ ২৫.১৯
ইনিংসে ৫ উইকেট ১০৪
ম্যাচে ১০ উইকেট - ১১
সেরা বোলিং ৬/২৯ ৩/৫০ ৯/৪২ ৫/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৫/০ ১/০ ৪৪৬/০ ৫৮/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ জুলাই ২০১৫

প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারলিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে ছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংয়ের অধিকারী ছিলেন রেমন্ড ইলিংওয়ার্থ নামে পরিচিত রে ইলিংওয়ার্থ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

প্রথম-শ্রেণীর ক্রিকেটে নবম খেলোয়াড় হিসেবে ২,০০০ উইকেট ও ২০,০০০ রান সংগ্রহ করেছেন তিনি।[১]:৩০২ এছাড়াও, এ কৃতিত্বে তিনি ২০২০-এর হিসাব অনুযায়ী সর্বশেষ ক্রিকেটারের মর্যাদা পাচ্ছেন। ১৯ বছর বয়সে ১৯৫৫ সালে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ১৯৬৮ সালে ইয়র্কশায়ারের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে লিচেস্টারশায়ারের সদস্য হন[১]:২৫০[২]:১৯৪–১৯৫ ও অধিনায়কের দায়িত্ব পালন করেন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২৪ জুলাই, ১৯৫৮ তারিখে তার টেস্ট অভিষেক ঘটে। কিন্তু ১৯৫৯-৬০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে সফরে তাকে বেশ কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। পাঁচ টেস্টে অংশ নিয়ে তিনি মাত্র ৫ উইকেট লাভ করেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টেও তার একই অবস্থা ঘটে। ফলে তাকে দলের বাইরে অবস্থান করতে হয়। তবে ১৯৬৭ সালে ভারতের বিপক্ষে চমকপ্রদ সিরিজ উপহার দেন ও নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ইংল্যান্ড দলকে ৩১ টেস্টে নেতৃত্ব দেন। তন্মধ্যে তার দল ১২ জয়, ৫ পরাজয় ও ১৪ টেস্ট ড্র করে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত সর্বমোট পাঁচ মৌসুমে দলের অধিনায়কত্ব করলেও নিজ দেশেই তিনি সফলতা লাভ করেন। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০, ১৯৭০ সালে বহিঃবিশ্ব একাদশকে ৩-১, ১৯৭০-৭১ মৌসুমের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজয়ে নেতৃত্বে দেন। কিন্তু ১৯৭১ সালে আশ্চর্যজনকভাবে ভারতের বিপক্ষে তার দল পরাজিত হয়। কিন্তু দলকে পুণঃসংগঠিত করে ১৯৭২ সালের অ্যাশেজ সিরিজ ড্র করেন। এরপর ১৯৭৩ সালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়বরণ করে তার দল।

সম্মাননা সম্পাদনা

১৯৬০ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পান তিনি।[৩] ১৯৭৩ সালে ক্রিকেটে সবিশেষ অবদান রাখায় তাকে সিবিই উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও তাকে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সম্মানিত সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়।[৪] চতুর্থ ক্রিকেটার হিসেবে ইয়র্কশায়ারের হল অব ফেমে স্থান পান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রেভর বেইলিফ্রেড টিটমাসের সাথে মাত্র তিনজন খেলোয়াড়ের একজনরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০,০০০ রান ও ২,০০০ উইকেট পেয়েছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Arnold, Peter. The Illustrated Encyclopedia of World Cricket, W. H. Smith, 1986
  2. Swanton, E. W. The Barclay's World of Cricket, Collins 1986
  3. "Wisden Cricketers of the Year" (ইংরেজি ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২১ 
  4. "Marylebone Cricket Club Players". CricketArchive. Retrieved 28 May, 2017.
  5. "Trevor Bailey" (ইংরেজি ভাষায়)। London: Telegraph। ১০ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০২-১০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
কলিন কাউড্রে
টনি লুইস
ইংরেজ ক্রিকেট অধিনায়ক
১৯৬৯-৭২
১৯৭৩
উত্তরসূরী
টনি লুইস
মাইক ডেনিস
পূর্বসূরী
নেই
ব্রায়ান ক্লোজ
ইংরেজ ওডিআই অধিনায়ক
১৯৭০-৭১
১৯৭৩
উত্তরসূরী
ব্রায়ান ক্লোজ
মাইক ডেনিস