প্রফ এডওয়ার্ডস

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
(Prof Edwards থেকে পুনর্নির্দেশিত)

রিচার্ড মার্টিন প্রফ এডওয়ার্ডস (ইংরেজি: Prof Edwards; জন্ম: ৩ জুন, ১৯৪০) বার্বাডোসের ক্রাইস্টচার্চ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের শেষদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

প্রফ এডওয়ার্ডস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরিচার্ড মার্টিন এডওয়ার্ডস
জন্ম (1940-06-03) ৩ জুন ১৯৪০ (বয়স ৮৩)
গার্ডেন গ্যাপ, ওর্থিং, ক্রাইস্টচার্চ, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২৮)
২৬ ডিসেম্বর ১৯৬৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৩ মার্চ ১৯৬৯ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬১/৬২ - ১৯৬৯/৭০বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৫
রানের সংখ্যা ৬৫ ৩৮৯
ব্যাটিং গড় ৯.২৮ ১১.৭৮
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ২২ ৩৪
বল করেছে ১৩১১ ৫৪৬৯
উইকেট ১৮ ৭৮
বোলিং গড় ৩৪.৭৭ ৩৬.২৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৮৪ ৬/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১৫/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ জুলাই ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন প্রফ এডওয়ার্ডস

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

বার্বাডোসভিত্তিক দ্য লজ স্কুলে পড়াশুনো করেন।[১] বিদ্যালয় জীবন শেষে ১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত বার্বাডোসের পক্ষে খেলেন। সব মিলিয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়ী জীবনে ৩৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন প্রফ এডওয়ার্ডস। তন্মধ্যে, ১৯৬৬-৬৭ মৌসুমে লিওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ৬/৪৫ সেরা বোলিং পরিসংখ্যান গড়েন।

১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত প্রফ এডওয়ার্ডসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

জোই ক্যারিও’র আট-বলে গড়া ওভার থেকে ৩৪ রান (৪, ০, ৪, ৪, ৬, ৬, ৬, ৪) করেন। এটিই আট-বলের ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৬৮-৬৯ মৌসুমে অকল্যান্ডে গভর্নর-জেনারেল একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ একাদশের মধ্যকার খেলায় এ কৃতিত্ব অর্জন করেন। তবে, ৩৪ রানের ঐ ইনিংসটিই তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ হিসেবে রয়ে যায়।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন প্রফ এডওয়ার্ডস। ১৯৬৮-৬৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে অংশগ্রহণকৃত পাঁচ টেস্ট খেলেন। সবকটিতেই বোলিং উদ্বোধনে নেমেছিলেন তিনি। ২৬ ডিসেম্বর, ১৯৬৮ তারিখে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। অভিষেককালীন তার বয়স ছিল প্রায় ২৮ বছর। ১৩ মার্চ, ১৯৬৯ তারিখে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ওয়েস হলচার্লি গ্রিফিথের ছত্রচ্ছায়ায় বোলিং কর্মে অগ্রসর হয়েছিলেন। অস্ট্রেলিয়ার শক্ত পিচে বেশ হিমশিম খান। অংশগ্রহণকৃত দুই টেস্টে ২৭৪ রান খরচায় মাত্র তিন উইকেট লাভ করেন। দূর্বল ফিল্ডিংয়ের কারণে তিনি অধিকতর সফলতা লাভ করতে পারেননি।

তবে, নিউজিল্যান্ড সফরে তুলনামূলকভাবে বেশ ভালো খেলা উপহার দিতে সক্ষম হন। প্রথম টেস্টে ১২৯ রান খরচায় ৬ ও দ্বিতীয় টেস্টে ১২৬ রান খরচায় ৭ উইকেট লাভ করেন। তন্মধ্যে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫/৮৪ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন।

অবসর সম্পাদনা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হবার পরও বার্বাডোস ক্রিকেটের সাথে জড়িত ছিলেন। খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পর ব্রিজটাউনভিত্তিক কেনসিংটন ওভালের মাঠ কর্মকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Keith A. P. Sandiford, Cricket Nurseries of Colonial Barbados, University of West Indies Press, Kingston, 1998, pp. 61-62.

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা