নিক মেইসন

ইংরেজ সঙ্গীতশিল্পী
(Nick Mason থেকে পুনর্নির্দেশিত)

নিকোলাস বার্কলে "নিক" মেইসন (জন্মঃ জানুয়ারি ২৭, ১৯৪৪) একজন ইংরেজ সঙ্গীতঙ্গ, কম্পোজার এছাড়াও তিনি বিখ্যাত সাইকেডেলিক রক ব্যান্ড দল পিংক ফ্লয়েডের ড্রামার হিসেবে অধিক পরিচিত। এবং মেইসন একমাত্র সদস্য যিনি ১৯৬৫ সাল অর্থাৎ ব্যান্ড প্রতিষ্ঠার পর থেকে সবসময় ছিলেন। যদিও একক ভাবে মেইসন খুব কম সংখ্যক গান লিখেছেন কিন্তু পিংক ফ্লয়েডের সবচেয়ে জনপ্রিয় কম্পোজিশন "ইকোস" ও "টাইমের" সহ-লেখক তিনি।

নিক মেইসন
২০18-এ নিক মেইসন
২০18-এ নিক মেইসন
প্রাথমিক তথ্য
জন্মনামনিকোলাস বার্কলে মেইসন
জন্ম (1944-01-27) ২৭ জানুয়ারি ১৯৪৪ (বয়স ৮০)
এডগবাস্টন, বার্মিংহাম, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড
ধরনপ্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক, এক্সপেরিমেন্টাল রক, ইন্সট্রুমেন্টাল রক
পেশাসংগীতজ্ঞ, ড্রামার, রেকর্ড প্রযোজক, লেখকr, অটো রেসার
বাদ্যযন্ত্রড্রামস, পারকিউশন, কী-বোর্ডস, গীটার, ভোকাল
কার্যকাল১৯৬৪–বর্তমান
লেবেলক্যাপিটল, কলম্বিয়া, সনি, ইএমআই, হার্ভেস্ট

মেইসন পিংক ফ্লয়েডের একমাত্র সদস্য যিনি সবকটি অ্যালবামে কাজ করার গৌরব অর্জন করেন। সর্বশেষ ২০১০ সালের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী পিংক ফ্লয়েডের ২৫০ মিলিয়নের অধিক অ্যালবাম বিক্রি হয়েছে,[][] যার মধ্যে শুধু যুক্তরাস্ট্রে বিক্রি হয়েছে ৭৫.৫ মিলিয়ন।

মেইসন ২৪ আওয়ারস লে ম্যানসের মতো পৃথিবীর প্রাচীন স্পোর্টস কার রেসিং প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন।[]

নভেম্বর ২৬, ২০১২ সালে ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের পক্ষ থেকে স্কুল অফ আর্কিটেকচার এ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট (যার পূর্বসুরী প্রতিষ্ঠান, রিজেন্ট স্ট্রিট পলিটেকনিক যেখানে মেইসন ১৯৬২-১৯৬৭ পর্যন্ত সময়ে আর্কিটেকচার বিষয়ে অধ্যয়ন করেছেন) এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নিক মেইসনকে সম্মানসূচক ডি.লীট. ডিগ্রী প্রদান করা হয়।[]

প্রাথমিক জীবন

সম্পাদনা

তথ্যচিত্র নির্মাতা বিল মেইসন পুত্র নিক মেইসনের জন্ম বার্মিংহামে এবং বেড়ে ওঠা লন্ডনের হামস্টেইডে (তবে অনেক অনলাইন বায়োগ্রাফিতে ভুলক্রমে তার ঠিকানায় "ডাউনশায়ার হিল" স্ট্রিটকে বার্মিংহামের "দ্য ডাউনশায়ার হিলস" হিসেবে লেখা হয়ে থাকে)। মেইসনের শিক্ষজীবন শুরু হয় সারেই প্রদেশের ফার্নহাম শহরের নিকটবর্তী ফ্রেঞ্জহাম হাইটস স্কুলে, পরবর্তিতে তিনি রিজেন্ট স্ট্রিট পলিটেকনিকে পড়াশোনা করেন এবং সেখানেই তিনি রজার্স ওয়াটার্স, বব ক্লুজরিচার্ডরাইটের সাথে মিলিত হয়েছিলেন এবং ১৯৬৪ সাল থেকে পিংক ফ্লয়েডের যুক্ত থেকেছেন সিগমা ৬ গঠনের সময় পর্যন্ত।

ডিস্কতালিকা

সম্পাদনা

পিংক ফ্লয়েডের সাথে

সম্পাদনা

একক অ্যালবাম

সম্পাদনা

রিক ফ্যানের সাথে

সম্পাদনা

মাইকেল ম্যান্টালের সাথে

সম্পাদনা
  • দ্য হেল্পলেস চাইল্ড – ১৯৭৬[]
  • সামথিং দেয়ার – ১৯৮২[]
  • লাইভ – ১৯৮৭[]
  • রিভিউ' – ২০০০
  • কনসার্টস – ২০০৮

প্রযোজনা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Pink Floyd Reunion Tops Fans' Wish List in Music Choice Survey", Bloomberg, ২৬ সেপ্টেম্বর ২০০৭, সংগ্রহের তারিখ ২৫ মে ২০১২ 
  2. "Pink Floyd's a dream, Zeppelin's a reality", Richmond Times-Dispatch, ২৮ সেপ্টেম্বর ২০০৭, সংগ্রহের তারিখ ২৫ মে ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Discovery Channel Documentary, "World's Most Expensive Cars"
  4. University of Westminster presentation ceremony programme, 26 November 2012
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Mabbett-3 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. Miles, Barry; Mabbett, Andy (১৯৯৪)। Pink Floyd the visual documentary ([Updated ed.] সংস্করণ)। London :: Omnibus,। আইএসবিএন 0-7119-4109-2 

বহিঃসংযোগ

সম্পাদনা