নিউজ১৮ বাংলা

(News18 Bangla থেকে পুনর্নির্দেশিত)

নিউজ১৮ বাংলা একটি বাংলা ভাষার ভারতীয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল, যার মালিক নেটওয়ার্ক ১৮। চ্যানেলটি ২০১৪ সালের ১০ মার্চ যাত্রা শুরু করে। যাত্রা শুরুকালীন সময়ে চ্যানেলটির নাম ছিল ইটিভি নিউজ বাংলা। অতঃপর ২০১৮ সালের ১২ মার্চ চ্যানেলটির নাম পরিবর্তন করে নিউজ১৮ বাংলা রাখা হয়।[]

নিউজ১৮ বাংলা
উদ্বোধন১০ মার্চ, ২০১৪
মালিকানানেটওয়ার্ক ১৮
চিত্রের বিন্যাসএসডিটিভি
দেশভারত
ভাষাবাংলা
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
প্রতিস্থাপনইটিভি নিউজ বাংলা
ওয়েবসাইটbengali.news18.com

তথ্যসূত্র

সম্পাদনা