২০১৫ নিউজিল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর
(New Zealand cricket team in South Africa in 2015 থেকে পুনর্নির্দেশিত)

নিউজিল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৪ থেকে ২৬ আগস্ট, ২০১৫ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে দলটি তিনটি একদিনের আন্তর্জাতিক ও দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১][২] এ সফরের জন্য জুন মাসে ব্রেন্ডন ম্যাককুলামকে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[৩] কিন্তু জুলাইয়ে ম্যাককুলামকে এ সফরসহ জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রামে রাখা হয়। তার পরিবর্তে কেন উইলিয়ামসনকে অন্তর্ভুক্ত করা হয়।[৪]

২০১৫ নিউজিল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড
তারিখ ১৪ আগস্ট, ২০১৫ – ২৬ আগস্ট, ২০১৫
অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স কেন উইলিয়ামসন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হাশিম আমলা (১৭৬) টম ল্যাথাম (১৭৮)
সর্বাধিক উইকেট ইমরান তাহির (৫), ডেভিড উইসে (৫) অ্যাডাম মিলেন (৫)
সিরিজ সেরা খেলোয়াড় হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান রাইলি রুশো (৬৪) মার্টিন গাপটিল (১০২)
সর্বাধিক উইকেট কাগিসো রাবাদা (৫) মিচেল ম্যাকক্লেনাগান (৩)
সিরিজ সেরা খেলোয়াড় মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)

দলীয় সদস্য সম্পাদনা

ওডিআই টি২০আই
  দক্ষিণ আফ্রিকা[৫]   নিউজিল্যান্ড[৪]   দক্ষিণ আফ্রিকা[৫]   নিউজিল্যান্ড[৪]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১৪ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৫১/৮ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৫২/৪ (১৭.৫ ওভার)
কেন উইলিয়ামসন ৪২ (২১)
ডেভিড উইসে ২/২৪ (৪ ওভার)
হাশিম আমলা ৪৮ (৪১)
ডগ ব্রেসওয়েল ১/১৭ (৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে বিজয়ী
কিংসমিড, ডারবান
আম্পায়ার: যোহন ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন ফাঙ্গিসো (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই সম্পাদনা

১৬ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭৭/৭ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৪৫/৮ (২০ ওভার)
ফারহান বেহারদিন ৩৬ (২৭)
ইশ সোধি ২/২৭ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৩২ রানে বিজয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৯ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৩০৪/৭ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
২৮৪ (৪৮.১ ওভার)
হাশিম আমলা ১২৪ (১২৬)
অ্যাডাম মিলেন ২/৫১ (১০ ওভার)
টম ল্যাথাম ৬০ (৮০)
ইমরান তাহির ২/৪০ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২০ রানে বিজয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেভিড উইসে’র ওডিআই অভিষেক ঘটে।

২য় ওডিআই সম্পাদনা

২৩ আগস্ট, ২০১৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২০৪ (৪৯.৩ ওভার)
  নিউজিল্যান্ড
২০৭/২ (৪৪.৩ ওভার)
মার্টিন গাপটিল ১০৩* (১৩৪)
এ্যারন ফাঙ্গিসো ১/৩৭ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে বিজয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের পক্ষে জর্জ ওয়ার্কারের ওডিআই অভিষেক ঘটে।

৩য় ওডিআই সম্পাদনা

২৬ আগস্ট, ২০১৫ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৮৩/৭ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
২২১ (৪৯.২ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৬৪ (৪৮)
বেন হুইলার ৩/৭১ (১০ ওভার)
টম ল্যাথাম ৫৪ (৭৪)
ডেভিড ভিসা ৩/৫৮ (৯ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬২ রানে বিজয়ী
কিংসমিড, ডারবান
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান সম্পাদনা

একদিনের আন্তর্জাতিক
ব্যাটিং[৬]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
টম ল্যাথাম   নিউজিল্যান্ড ১৭৮ ৫৯.৩৩ ৬৪
হাশিম আমলা   দক্ষিণ আফ্রিকা ১৭৬ ৫৮.৬৬ ১২৪
মার্টিন গাপটিল   নিউজিল্যান্ড ১৩৮ ৬৯.০০ ১০৩*
রাইলি রুশো   দক্ষিণ আফ্রিকা ১৩৪ ৪৪.৬৬ ৮৯
ফারহান বেহার্ডিন   দক্ষিণ আফ্রিকা ১২৫ ৪১.৬৬ ৭০
বোলিং[৭]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
ইমরান তাহির   দক্ষিণ আফ্রিকা ৩০ ২৩.৬০ ২/৩৬
অ্যাডাম মিলেন   নিউজিল্যান্ড ৩০ ২৬.৮০ ২/৩৯
ডেভিড উইসে   দক্ষিণ আফ্রিকা ২০ ২৮.৮০ ৩/৫৮
ডগ ব্রেসওয়েল   নিউজিল্যান্ড ২০ ২১.২৫ ৩/৩১
কাগিসো রাবাদা   দক্ষিণ আফ্রিকা ১৯.১ ২৭.৩৩ ২/৩৩
টুয়েন্টি২০ আন্তর্জাতিক
ব্যাটিং[৮]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
মার্টিন গাপটিল   নিউজিল্যান্ড ১০২ ৫১.০০ ৬০
কেন উইলিয়ামসন   নিউজিল্যান্ড ৬৭ ৩৩.৫০ ৪২
রাইলি রুশো   দক্ষিণ আফ্রিকা ৬৪ ৩২.০০ ৩৮
হাশিম আমলা   দক্ষিণ আফ্রিকা ৬২ ৩১.০০ ৪৮
এবি ডি ভিলিয়ার্স   দক্ষিণ আফ্রিকা ৪৮ ২৪.০০ ৩৩
বোলিং[৯]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
কাগিসো রাবাদা   দক্ষিণ আফ্রিকা ১১.৮০ ৩/৩০
ডেভিড উইসে   দক্ষিণ আফ্রিকা ১৬.৬৬ ২/২৪
মিচেল ম্যাকক্লেনাগান   নিউজিল্যান্ড ২০.৩৩ ২/২৮
এ্যারন ফাঙ্গিসো   দক্ষিণ আফ্রিকা ২৩.০০ ২/২৯
ইশ সোধি   নিউজিল্যান্ড ১৩.৫০ ২/২৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Zealand in South Africa ODI Series, 2015"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  2. "New Zealand in South Africa T20I Series, 2015"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  3. "McCullum to skip upcoming tours in Africa"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৫ 
  4. "McCullum, Southee rested for Africa tour"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  5. "Morne van Wyk recalled to limited-overs squads"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  6. "Records / New Zealand in South Africa ODI Series, 2015 / Most runs" (englisch ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮ 
  7. "Records / New Zealand in South Africa ODI Series, 2015 / Most wickets" (englisch ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮ 
  8. "Records / New Zealand in South Africa T20I Series, 2015 / Most runs" (englisch ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮ 
  9. "Records / New Zealand in South Africa T20I Series, 2015 / Most wickets" (englisch ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা