নাসির জামাল

আফগান ক্রিকেটার
(Nasir Jamal থেকে পুনর্নির্দেশিত)

নাসির জামাল আহমদজাই (পশতু: نصیر جمال; জন্ম: ২১ ডিসেম্বর, ১৯৯৩) আফগানিস্তানের উদীয়মান ক্রিকেটারআফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য নাসির জামাল। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান। পাশাপাশি দলের প্রয়োজনে লেগ ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী তিনি। এরপূর্বে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।

নাসির জামাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনাসির জামাল আহমদজাই
জন্ম (1993-12-21) ২১ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২২ জুলাই ২০১৪ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই১০ জানুয়ারি ২০১৫ বনাম আয়ারল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪-আফগানিস্তান
২০১১অনূর্ধ্ব-১৯
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১২৭ ৩৭ ১৯১
ব্যাটিং গড় ৪২.৩৩ ১৮.৫০ ৪৭.৭৫
১০০/৫০ ০/১ ০/০ ০/২
সর্বোচ্চ রান ৫২* ২২ ৬৪*
বল করেছে ১৮
উইকেট
বোলিং গড় ০.০০ ০.০০ ০.০০
ইনিংসে ৫ উইকেট - –
ম্যাচে ১০ উইকেট - – - –
সেরা বোলিং - - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ০/– ২/– /–
উৎস: Cricinfo, ৩০ জানুয়ারি ২০১৫

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২২ জুলাই, ২০১৪ তারিখে জিম্বাবুয়ে সফরে স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[১] ২০.১ ওভারে ১১২/৩ হবার পর ৪র্থ উইকেটে নাসির জামিল ও সামিউল্লাহ শেনওয়ারিকে সাথে নিয়ে ১৪ ওভারে আরও ৫৪-রানের জুটি গড়েন। খেলায় তিনি ৪৯ বলে মূল্যবান ২৮ রান সংগ্রহ করে আউট হন ও দলকে ২ উইকেটের জয় এনে দেন।[২] এরপর জিম্বাবুয়ে এ-দলের বিপক্ষে ২-৫ আগস্ট, ২০১৪ তারিখে অনুষ্ঠিত ২য় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় আফগানিস্তানের এ-দলের পক্ষে আব্দুল্লাহ আদিল, মোহাম্মদ মুজতবা, নাসির জামাল ও শরফুদ্দিন আশরাফের সাথে তারও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক ২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে প্রকাশিত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য নাসির জামালসহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Afghanistan in Zimbabwe ODI Series, 3rd ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Jul 22, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪ 
  2. "Afghanistan keep series alive with team performance, 3rd ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Jul 22, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫ 
  3. ""Zazai, Ghani in Afghanistan World Cup Squad""। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা