নম্রতা শিরোদকর

ভারতীয় অভিনেত্রী
(Namrata Shirodkar থেকে পুনর্নির্দেশিত)

নম্রতা শিরোদকর (মারাঠি: नम्रता शिरोडकर; জন্ম ২২ জানুয়ারি ১৯৬৯)[১] একজন অভিনেত্রী , প্রযোজক ও প্রাক্তন মডেল যিনি বলিউডে নিজের কাজের জন্য বিখ্যাত। ১৯৯৩ তে উনি 'ফেমিনা মিস ইন্ডিয়া' খেতাব জয় করেন। ওনার উল্ল্যেখযোগ্য কাজগুলি হল কাচ্চে ধাগে (১৯৯৯), এড়ুপুন্না থাড়াকান (১৯৯৯), বাস্তভ - দি রিয়েলিটি (১৯৯৯), পুকার (২০০০), যার জন্য উনি 'আইফা বেস্ট সাপোর্টিং এ্যাক্ট্রেস'[২] পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন, আস্তিতভা (২০০০), দিল ভিল পিয়ার ভিয়ার (২০০২), এলওসি কার্গিল (২০০৩)[৩] এবং ত্রিভাষিক ব্রাইড এন্ড প্রেজুডিস (২০০৪), যা যুক্তরাজ্যে ভালো আয় করেছিলো।[৪] নম্রতা তেলুগু চলচ্চিত্র অভিনেতা মহেশ বাবুকে ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি বিয়ে করেন, তাদের এক মেয়ে আর এক ছেলে।[৫]

নম্রতা শিরোদকর
জন্ম (1972-01-22) ২২ জানুয়ারি ১৯৭২ (বয়স ৫২)[১]
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৯৩-২০০৪
উপাধিফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ১৯৯৩
ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক ১৯৯৩
দাম্পত্য সঙ্গীমহেশ বাবু
(ফেব্রুয়ারি ২০০৫ – বর্তমান)
সন্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ১৯৯৩
(বিজয়ী)
ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক ১৯৯৩
(বিজয়ী)
মিস ইউনিভার্স ১৯৯৩
(সেরা ৬ ফাইনালিস্ট)
মিস এশিয়া প্যাসিফিক ১৯৯৩
(১ম রানার আপ)
(বেস্ট ইন ইভেনিং গাউন)

পূর্ব জীবন সম্পাদনা

নম্রতার বড় বোন হচ্ছে অভিনেত্রী শিল্পা শিরোদকর। নম্রতা মারাঠি অভিনেত্রী মীনাক্ষী শিরোদকর (১৯১৬-১৯৯৭) এর নাতিনী।[৬]

মডেলিং কর্ম সম্পাদনা

নম্রতা মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৩ সালে 'মিস ইন্ডিয়া' খেতাবপ্রাপ্ত হন।[৭] তিনি 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং পঞ্চম অবস্থানে এসেছিলেন।[৮] একই বছর তিনি 'মিস এশিয়া প্যাসিফিক' প্রতিযোগিতাতেও অংশ নেন এবং প্রথম রানার আপ হন।[৮]

অভিনয় কর্মজীবন সম্পাদনা

অক্ষয় কুমার এবং সুনীল শেঠির সঙ্গে তিনি পুরাব কি ল্যায়লা পাশ্চিম কি ছ্যায়লা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু এটাকে মুক্তি দেওয়া হয়নি, এরপর তিনি জাব পিয়ার কিসিসে হোতা হে (১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত) তে সালমানের খানের বিপরীতে কাজ করেন তবে তাকে এই চলচ্চিত্র ছোটো ভূমিকায় নেওয়া হয়েছিলে সালমানের মৃত স্ত্রী হিসেবে। এরপর তিনি সঞ্জয় দত্তের সঙ্গে বাস্তভ - দি রিয়েলিটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান; তিনি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়ে যান।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Happy Birthday Namrata Shirodkar: Her journey from Miss India Universe 1993 to becoming the wife of southern superstar Mahesh Babu"CNN-News18। ১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৬ 
  2. "Nomination for Pukar"imdb.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  3. "Box Office 2000"boxofficeindia.com। ২ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  4. "Bride and Prejudice business in the UK"imdb.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  5. Kavirayani, Suresh (২২ জুলাই ২০১২)। "Mahesh Babu names his daughter Sitara"The Times of India। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১২ 
  6. "Veteran Marathi actress dead"। Express India। ৪ জুন ১৯৯৭। ৩০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১১ 
  7. "Miss India Winners 2010-1964"The Times of India। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  8. "1993 Miss Universe results"geocities.com। ১৩ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  9. "Vaastav is a hit!"boxofficeindia.com। ১২ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 

বহিঃসংযোগ সম্পাদনা