প্রতিরক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়
(Ministry of Defence (Bangladesh) থেকে পুনর্নির্দেশিত)

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক নীতি প্রণয়ন এবং কার্যকর করার প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান। এই মন্ত্রণালয়টি একজন মন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। সাধারনত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সশস্ত্র বাহিনী, আন্তঃবাহিনী দপ্তর এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দপ্তর ও সংস্থার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
গঠিত১৯৭১
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরগণভবন কমপ্লেক্স, ঢাকা[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহী
  • গোলাম মো. হাসিবুল আলম, সিনিয়র সচিব
অধিভূক্ত সংস্থা
ওয়েবসাইটmod.gov.bd

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর পরই ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ

লক্ষ্য সম্পাদনা

  • বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।
  • বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা।
  • বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সক্ষম ও উপযুক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা।
  • অন্যান্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা।
  • শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমুহে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা।[২]

অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহ সম্পাদনা

প্রাথমিক পর্যায়ে ১৪ টি দপ্তর/সংস্থা নিয়ে গঠিত হলেও বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। নিম্নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ও দপ্তরসমূহের তালিকা দেওয়া হলো।[৩]

প্রতিরক্ষা বাহিনীসমূহ সম্পাদনা

আন্তঃবাহিনী সংস্থাসমূহ সম্পাদনা

অন্যান্য সংস্থা/দপ্তর সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা