মার্ক ফুটিট

ইংরেজ ক্রিকেটার
(Mark Footitt থেকে পুনর্নির্দেশিত)

মার্ক হ্যারল্ড অ্যালান ফুটিট (জন্ম: ২৫ নভেম্বর, ১৯৮৫) নটিংহামে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বোলারের দায়িত্ব পালন করেন। বামহাতে ফাস্ট বোলিংসহ ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী মার্ক ফুটিট। কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করছেন তিনি।

মার্ক ফুটিট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমার্ক হ্যারল্ড অ্যালান ফুটিট
জন্ম (1985-11-25) ২৫ নভেম্বর ১৯৮৫ (বয়স ৩৮)
নটিংহাম, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫-২০০৯নটিংহামশায়ার
২০০৯-বর্তমানডার্বিশায়ার (জার্সি নং 4)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৭০ ৩৫ ১৪
রানের সংখ্যা ৫৬৪ ২৮
ব্যাটিং গড় ৮.৯৫ ৪.৬৬ ২.০০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৪ ১১* *
বল করেছে ১১,৪৪৪ ১,২৮৯ ২৪০
উইকেট ২৬০ ৪৬ ১২
বোলিং গড় ২৫.৬৫ ২৯.৪৩ ৩৫.৯১
ইনিংসে ৫ উইকেট ১৫
ম্যাচে ১০ উইকেট n/a -
সেরা বোলিং ৬/৪৮ ৫/২৮ ৩/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ১৭/– ৬/– ১/–
উৎস: ক্রিকইনফো, ২৫ আগস্ট ২০১৪

প্রারম্ভিক জীবন সম্পাদনা

১৬ বছর বয়সে তার ক্রীড়াশৈলী কোচ ক্রিস টলি, পরামর্শক গ্রেগ স্মিথরায়ান সাইডবটমের চোখে ধরা পড়ে। অভিষেক প্রথম-শ্রেণীর খেলায় গ্ল্যামারগনের বিপক্ষে ৪/৪৫ সহ দশম উইকেট জুটিতে ক্রিস রিডের সাথে মূল্যবান ১০১ রান তোলেন। এর পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে খেলার জন্য ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে খেলার জন্য মনোনীত হন। কিন্তু নটিংহামশায়ারের বিপক্ষে মাত্র নয়টি খেলায় অংশগ্রহণের পর আগস্ট, ২০০৯ সালে দল ত্যাগ করে নভেম্বর, ২০০৯ সালে ডার্বিশায়ারের সদস্য হন।[১]

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১ আগস্ট, ২০১৫ তারিখে ইংল্যান্ডের ১৪-সদস্যের টেস্ট দলে লিয়াম প্লাঙ্কেটসহ অন্তর্ভুক্ত হন।[২] এজবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের আঘাতপ্রাপ্তির কারণে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালের অ্যাশেজ সিরিজে তার এই অংশগ্রহণ। পরবর্তীতে অ্যান্ডারসন সুস্থ হওয়ায় পঞ্চম টেস্টে তার পরিবর্তে পুনরায় দলে ফিরে আসেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Footitt Switches To Derbyshire"। Cricket World। ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০০৯ 
  2. "Ashes 2015: England name Plunkett and Footitt for fourth Test"। BBC Sport (British Broadcasting Corporation)। ১ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫ 
  3. "James Anderson in England squad for fifth Ashes Test"। BBC Sport (British Broadcasting Corporation)। ৯ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা