মঞ্জিমা মোহন

ভারতীয় অভিনেত্রী
(Manjima Mohan থেকে পুনর্নির্দেশিত)

মঞ্জিমা মোহন (জন্ম: ১ মার্চ, ১৯৯৩) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত মালয়ালম, তামিল এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০ এর দশকের গোড়ার দিকে শিশু শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। অভিনেত্রী হিসেবে তার প্রথম চলচ্চিত্র নিভিন পৌলির বিপরীতে মালয়ালম ওরু ভাদাক্কান সেলফি এবং দ্বিতীয় চলচ্চিত্র তামিল অচ্ছম এনবাধু মাদামাইয়াদা, তিনি ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ২০১৭-এ শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন।[২][৩]

মঞ্জিমা মোহন
সংবাদ সম্মেলনে মঞ্জিমা মোহন
জন্ম
প্রিয়দর্শিনী

(1993-03-01) ১ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)[১]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন১৯৯৮ – ২০০৪, ২০১৫ – বর্তমান

ব্যক্তিগত জীবন সম্পাদনা

মঞ্জিমা প্রবীণ চিত্রগ্রাহক বিপিন মোহন এবং নৃত্যশিল্পী কলমন্দলম গিরিজার মেয়ে। তিনি নির্মলা ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তিরুবনন্তপুরম, কেরলে পড়াশোনা শেষ করার পরে বি.এস.সি. তামিলনাড়ুর চেন্নাইয়ের স্টেলা ম্যারিস কলেজ থেকে গণিতে ডিগ্রি অর্জন করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায়
বছর শিরোনাম ভূমিকা ভাষা মন্তব্য
১৯৯৭ কালিয়ুঞ্জাল শিশু আম্মু মালয়ালম শিশু শিল্পী
১৯৯৮ মায়িলপীলিক্কাভু গায়ত্রীর আত্মীয়
১৯৯৯ সাফল্যম শ্রীথুমল
২০০০ প্রিয়ম অনু
থানকসিপট্টনম শিশু দেভুট্টি
মধুরনম্বারকট্টু মায়া
কাবুলিওয়ালা
২০০১ সুন্দরা পুরুষন সূর্যনারায়ণের মেয়ে
২০১৫ ওরু ভাদাক্কান সেলফি ডেইজি জর্জ
২০১৬ অচ্ছম এনবাধু মাদামাইয়াদা লীলা তামিল
সহসাম স্বসাগা সাগিপো লীলা তেলুগু
২০১৭ সাথ্রিয়ান নিরঞ্জনা তামিল
ইপ্পদাই ভেল্লাম বার্ঘবী তামিল
২০১৯ এনটিআর কাথনায়েকুডু নারা ভুবনেশ্বরী তেলুগু
মাইকেল মেরি মালয়ালম
এনটিআর: মহানায়াকুডু নারা ভুবনেশ্বরী তেলুগু
দেবরত্মম মধু তামিল
২০২০ জম জম  জামা নাজরিম মালয়ালম
কালাথিল সন্ধিপোম  ঘোষিত হবে তামিল নির্মাণাধীন
তুঘলক দোবার  ঘোষিত হবে নির্মাণাধীন
এফ.আই.আর.  ঘোষিত হবে নির্মাণাধীন

পুরস্কার এবং মনোনয়ন সম্পাদনা

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০১ এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী প্রিয়ম বিজয়ী
২০০১ কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী মধুরনম্বারকট্টু বিজয়ী
২০০১ কেরল রাজ্য টেলিভিশন পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী কাবুলিওয়ালা বিজয়ী
২০১৬ সিমা শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী (মালয়ালম) ওরু ভাদাক্কান সেলফি মনোনীত
২০১৭ ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী - দক্ষিণ অচ্ছম এনবাধু মাদামাইয়াদা বিজয়ী
২০১৭ ৬ষ্ঠ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী (তামিল) মনোনীত
২০১৭ এডিসন পুরস্কার (ভারত) শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Manjima mohan's birthday celebration plans"m.behindwoods.com। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  2. "64th Filmfare Awards South 2017: R Madhavan wins Best Actor, Suriya bags Critics Award"India Today। ১১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 
  3. "Manjima is the new heroine for Simbu"। ১৪ মে ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা