কুফা
(Kufa থেকে পুনর্নির্দেশিত)
কুফা (আরবি: الكوفة al-Kūfah) ইরাকের একটি শহর। শহরটি বাগদাদ হতে ১৭০ কিলোমিটার (১১০ মা) দক্ষিণে এবং নাজাফ হতে ১০ কিলোমিটার (৬.২ মা) উত্তরপূর্বে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। ২০০৩ সালে শহরটির আনুমানিক জনসংখ্যা ছিল ১১০,০০০। ইমাম আযম আবু হানিফা রহ এর জন্ম স্থান। তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন।
কুফা | |
---|---|
ইরাকে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩২°০২′ উত্তর ৪৪°২৪′ পূর্ব / ৩২.০৩৩° উত্তর ৪৪.৪০০° পূর্ব | |
দেশ | ইরাক |
প্রশাসনিক | নাজাফ |
জনসংখ্যা (২০০৫)[১] | |
• মোট | ১,১০,০০০ |
সময় অঞ্চল | জিএমটি+৩ |
সামাররা, কারবালা, খাদিমিয়া, নাজাফ এই চারটি ইরাকি শহরের সাথে কুফা শহরটিও শিয়া মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ। ৬২২ হিজরি হতে পরবর্তী একশো বছরে এই শহরটি গড়ে ওঠে। এটি ছিলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী এর চূড়ান্ত রাজধানী।
এই শহরে রয়েছে ৭ম শতাব্দীর মধ্যে নির্মিত ইসলামের প্রারম্ভিক কালের একটি মসজিদ। যা মসজিদ আল-কুফা নামে পরিচিত। এই শহরে অনেক শিয়া পণ্ডিতদের জন্ম হয়েছে।[২]
আল-কুফার ইতিহাস
সম্পাদনাখলিফা হযরত ওমরের শাসনকাল (৬৩৭-৬৪৪)
সম্পাদনাখলিফা হযরত উসমানের শাসনকাল (৬৪৪-৬৫৬)
সম্পাদনাখলিফা হযরত আলীর শাসনকাল (৬৫৬-৬৬১)
সম্পাদনাখলিফা মুয়াবিয়ার শাসনকাল (৬৬১-৬৮০)
সম্পাদনাআব্বাসীয় শাসনকাল
সম্পাদনাইমামে আযম আবু হানিফা রহ এর জন্ম স্থান।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা