কেন শাটলওয়ার্থ

ইংরেজ ক্রিকেটার
(Ken Shuttleworth (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

কেনেথ শাটলওয়ার্থ (ইংরেজি: Ken Shuttleworth; জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৪) ল্যাঙ্কাশায়ারের সেন্ট হেলেন্স এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।[১] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০ থেকে ১৯৭১ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

কেন শাটলওয়ার্থ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকেনেথ শাটলওয়ার্থ
জন্ম (1944-11-13) ১৩ নভেম্বর ১৯৪৪ (বয়স ৭৯)
সেন্ট হেলেন্স, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
ডাকনামশাট
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৪৬)
২৭ নভেম্বর ১৯৭০ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩ জুন ১৯৭১ বনাম পাকিস্তান
একমাত্র ওডিআই
(ক্যাপ ১০)
৫ জানুয়ারি ১৯৭১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
ল্যাঙ্কাশায়ার
লিচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৪৬
ব্যাটিং গড় ৭.৬৬ ৭.০০
১০০/৫০ –/– –/–
সর্বোচ্চ রান ২১
বল করেছে ১০৭১ ৫৬
উইকেট ১২
বোলিং গড় ৩৫.৫৮ ২৯.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৫/৪৭ ১/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ জুলাই ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারলিচেস্টারশায়ার দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন ‘শাট’ ডাকনামে পরিচিত কেন শাটলওয়ার্থ

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৬৪ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত কেন শাটলওয়ার্থের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। উনিশ বছর বয়সে ১৯৬৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে কেন সাটলওয়ার্থের। দীর্ঘদেহী, অনভিজ্ঞ অবস্থায় থাকলেও সঠিকমানের ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হন তিনি। ১৯৬৭ সালে পঞ্চাশ উইকেট পান। তবে, ১৯৬৮ সালে ব্রায়ান স্ট্যাদামের দূর্বলতার সুযোগে নিজেকে আরও মেলে ধরতে সচেষ্ট হন। ১৯৭০ সালে নিজস্ব সেরা মৌসুম অতিবাহন করেন। ২১.৬০ গড়ে চুয়াত্তর উইকেট দখল করেছিলেন। লর্ডসে বহিঃবিশ্বে একাদশের বিপক্ষে ইংল্যান্ডের সদস্যরূপে খেলেন।

শাটলওয়ার্থের খেলোয়াড়ী জীবন কখনো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যেতে পারেনি। দূর্বল ক্রীড়াশৈলীর পাশাপাশি ক্রমাগত আঘাতপ্রাপ্তির ফলে ১৯৭৫ সালে ল্যাঙ্কাশায়ার থেকে চলে আসতে হয়েছিল তাকে। এরপর তিনি লিচেস্টারশায়ারে যোগ দেন। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ঐ দলে একচল্লিশটি খেলায় অংশ নেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে বারো মৌসুমে ১৭৭ খেলায় ২২.৯২ গড়ে ৪৮৪ উইকেট পান। কাউন্টি দলটির পক্ষে ১০৫টি লিস্ট এ ক্রিকেট খেলায় ১৮ গড়ে ১৪৭ উইকেট দখল করেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন কেন শাটলওয়ার্থ। ২৭ নভেম্বর, ১৯৭০ তারিখে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩ জুন, ১৯৭১ তারিখে বার্মিংহামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৭০-৭১ মৌসুমে রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ব্রিসবেনে সিরিজের ১ম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক টেস্টে ৫-উইকেট লাভ করেন তিনি। ইনিংসে তিনি ৫/৪৭ বোলিং পরিসংখ্যান গড়েন।[২] ঐ সফরেই একদিনের আন্তর্জাতিকের ইতিহাসের প্রথম ওডিআইয়ে মেলবোর্নে অংশ নেন।

১৯৭১ সালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট পাঁচ টেস্টের মধ্যে চারটিই শীতকালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন। বাদ-বাকী একটি টেস্ট খেলেন পাকিস্তানের বিপক্ষে। তন্মধ্যে, অস্ট্রেলিয়ায় দলটি অ্যাশেজ সিরিজ জয় করতে সক্ষম হয়েছিল। ৩৫.৫৮ গড়ে বারো উইকেট লাভ করেন তিনি।

খেলার ধরন সম্পাদনা

দীর্ঘদেহী ডানহাতি ফাস্ট বোলার কেন শাটলওয়ার্থ দীর্ঘ দূরত্ব নিয়ে বোলিং কর্মে অগ্রসর হতেন। তবে, শুরুরদিকের প্রতিশ্রুতিশীলতা ও সম্ভাবনাকে পরবর্তীকালে আর পূর্ণাঙ্গরূপ ধারণ করাতে পারেননি। তার বোলিং ভঙ্গীমায় ফ্রেড ট্রুম্যানের সাথে প্রতিদ্বন্দ্বিতামুখর ছিল। কিন্তু, কৌশলগত কারণে নিয়মিতভাবে উইকেট লাভে সক্ষমতা দেখাতে পারেননি।[১]

লিচেস্টারশায়ারে চার মৌসুম খেলার পর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। এরপর স্টাফোর্ডশায়ারের পক্ষে নিয়মিতভাবে খেলতেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 147আইএসবিএন 1-869833-21-X 
  2. "1st Test: Australia v England at Brisbane, Nov 27-Dec 2, 1970"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা