জিম স্লাইট

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Jim Slight থেকে পুনর্নির্দেশিত)

জেমস স্লাইট (ইংরেজি: Jim Slight; জন্ম: ২০ অক্টোবর, ১৮৫৫ - মৃত্যু: ৯ ডিসেম্বর, ১৯৩০) ভিক্টোরিয়ার অ্যাশবি এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮০ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

জিম স্লাইট
জিম স্লাইট সামনে মাঝে বসা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেমস স্লাইট
জন্ম(১৮৫৫-১০-২০)২০ অক্টোবর ১৮৫৫
অ্যাশবি, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু৯ ডিসেম্বর ১৯৩০(1930-12-09) (বয়স ৭৫)
ইলস্টার্নউইক, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২৪)
৬ সেপ্টেম্বর ১৮৮০ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৯
রানের সংখ্যা ১১ ৪১৫
ব্যাটিং গড় ৫.৫০ ১২.৫৭
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ১১ ৫৩
বল করেছে ৫৭
উইকেট
বোলিং গড় - ১২.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ২/৪
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৪/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ জানুয়ারি ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন জিম স্লাইট। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

ঘরোয়া ক্রিকেট সম্পাদনা

১৮৭৪ থেকে ১৮৮৮ সময়কালে ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার পক্ষে খেলেছিলেন। তবে রাজ্যদলের সাফল্যের প্রতিচিত্র এখানে মেলে ধরতে পারেননি তিনি। ১৮৮২-৮৩ মৌসুমে সাউথ মেলবোর্নের পক্ষে ২৭৯ রান তুলেছিলেন। অদ্যাবধি তার এ সংগ্রহটি ক্লাব রেকর্ডরূপে টিকে আছে স্ব-মহিমায়।

টেস্ট ক্রিকেট সম্পাদনা

১৮৮০ সালে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন তিনি। ৬ সেপ্টেম্বর, ১৮৮০ তারিখে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।

১৮৮০ সালে অস্ট্রেলিয়া দলের সাথে ইংল্যান্ড গমন করেন। প্রথম টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পান। তবে, বাদ-বাকি সময়টুকুতে অসুস্থতাজনিত কারণে মাঠে অনুপস্থিত থাকতে বাধ্য হন।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলেও দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। ভিক্টোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে (ভিএফএ) সাউথ মেলবোর্ন ফুটবল ক্লাবে খেলেছেন। এছাড়াও মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করতেন তিনি।[২] ১৮৭৯ সালে আন্তঃরাজ্যীয় রুলস খেলার প্রথমটিতে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছিলেন তিনি।[৩]

৯ ডিসেম্বর, ১৯৩০ তারিখে ভিক্টোরিয়ার ইলস্টার্নউইকে ৭৫ বছর বয়সে জিম স্লাইটের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Oxford Companion to Australian Cricket, Oxford, Melbourne, 1996, p. 481.
  2. Atkinson, p. 180.
  3. Atkinson, p. 184.

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা