ইন্টার মিলান

উত্তর ইতালির মিলান নগরীভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব
(Inter Milan থেকে পুনর্নির্দেশিত)

ফুটবল ক্লাব ইন্তেরনাৎসিওনালে মিলানো (সাধারণত ইন্তেরনাৎসিওনালে উচ্চারিত [ˌinternattsjoˈnaːle], ইন্টার মিলান অথবা শুধুমাত্র ইন্টার নামে পরিচিত) হচ্ছে মিলান ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব।[৯][১০] এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লিগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালের ৯ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টার মিলান তাদের সকল হোম ম্যাচ মিলানের সান সিরোতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮০,০১৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্তোনিও কোন্তে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টিভেন ঝাং। স্লোভেনীয় গোলরক্ষক সামির হান্দানোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ইন্তেরনাৎসিওনালে
পূর্ণ নামফুটবল ক্লাব ইন্তেরনাৎসিওনালে মিলানো এস.পি.এ.[১]
ডাকনাম
  • ই নেরাজ্জুররি (কালো এবং নীল)
  • লা বেনেয়ামাতা (চেরিশড ওয়ান)
  • ইল বিশওনে (বড় ঘাস সাপ)
সংক্ষিপ্ত নামইন্টার, এফসিআইএম
প্রতিষ্ঠিত৯ মার্চ ১৯০৮; ১১৫ বছর আগে (1908-03-09)
মাঠসান সিরো
ধারণক্ষমতা৮০,০১৮
মালিক
সভাপতিচীন স্টিভেন ঝাং[৭]
প্রধান কোচইতালি সিমিওনে ইনজাঘি[৮]
লিগসেরিয়ে আ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ইতিহাস সম্পাদনা

 
স্কুডেট্টো জয়ী প্রথম ইন্টার দল, ১৯০৯-১০

১৯০৮ সালে এসি মিলান ভেঙ্গে ইন্টার মিলান গঠিত হয়। প্রথম বছরেই তারা স্কুডেট্টো জিতে নেয়। এ দলের কোচ কাম অধিনায়ক ছিলেন ভার্জিলিও ফসেত্তি, যিনি প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারান। পরবর্তী শিরোপা জিততে ১০ বছর অপেক্ষা করতে হয়।

প্রথম কোপা ইতালিয়া শিরোপো জয় করে ১৯৩৮-৩৯ সালে। ১৯৪০ সালে দলটি জয় করে পঞ্চম স্কুডেট্টো। এ দলটির নেতৃত্বে ছিলেন গিওসেপে মিয়েজ্জা, যার নাম অনুসারে পরবর্তীকালে সান সিরো স্টেডিয়ামের নামকরণ করা হয়।

খেলোয়াড় সম্পাদনা

১২ জুলাই ২০২২ অনুযায়ী[১১]

বর্তমান দল সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   সামির হান্দানোভিচ
  ডেনজেল ডামফ্রিস
  রবার্তো গালিয়ার্দিনি
  স্তেফান দে ভ্রি
  আলেক্সিস সানচেজ
  রবিন গোসেন্স
  এডিন জেকো
১০   লাউতারো মার্তিনেস (অধিনায়ক)
১১   হোয়াকিন কোরেয়া
১২   রাউল বেলানোভা (ক্যাগ্লিয়ারি থেকে ধারে)
১৪   ক্রিশ্চান আসলানি (এম্পোলি থেকে ধারে)
২০   হাকান চালহানোলু
নং অবস্থান খেলোয়াড়
২১ গো   অ্যালেক্স করডাজ
২২   হেনরিখ মিখিতারিয়ান
২৩   নিকোলো বারেল্লা
২৪ গো   আন্দ্রে ওনানা
৩২   ফেদেরিকো ডিমার্কো
৩৩   দানিলো দ'আম্ব্রোসিও
৩৬   মাতেও দার্মিয়ান
৩৭   মিলান স্ক্রিনিয়ার
৭৭   মার্সেলো ব্রোজোভিচ
৯০   রোমেলু লুকাকু (চেলসি থেকে ধারে)
৯৫   আলেসান্দ্রো বাস্তোনি

ধারে অন্য দলে সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
- গো   মিচেলে ডি গ্রেগোরিও (মঞ্জায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- গো   জিয়াকোমো পোজের (মনোপলিতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- গো   গ্যাব্রিয়েল ব্রাজাও (রিয়াল ওভিয়েদোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   ফেদেরিকো ডিমার্কো (এল্লাস ভেরোনায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   জাকোপো জিয়ানেলি (প্রো সেস্তোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   নিকোলো কোরাদো (পালের্মোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   লরেঞ্জো পিরোলা (মঞ্জায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   দাভিদে জুগারো (জিয়ানা এর্মিনিওতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   আন্দ্রিউ গ্রাভিওঁ (লরিয়াঁতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   গিওর্গিওস ভাগিয়ানিদিস (সিন্ত-ত্রুইদেনে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   ডালবার্ট হেনরিক (রেনে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   আন্তোনিও কান্দ্রেভা (সাম্পদোরিয়ায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   লরেঞ্জো গাভিওলি (ফেরাল্পিসালোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   মাইকেল এনতুবে (প্রো সেস্তোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   মার্কো পম্পেত্তি (পিসায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
নং অবস্থান খেলোয়াড়
-   থমাস শিরো (কারারেসে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   ক্রিস্তোফার আতিস (স্পালে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   লুসিয়েঁ আগুমে (স্পেজিয়ায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   জিয়ান এমার্স (আল্মেয়ার সিটিতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   ভালেন্তিনো লাজারো (বরুসিয়া মনশেনগ্লাডবাখে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   রিগোবের্তো রিভাস (রেজিনাতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   সেবাস্তিয়ানো এস্পোসিতো (স্পালে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   স্যামুয়েলে মুলাতিয়েরি (ভোলেন্দামে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   মাতেও পোলিতানো (নাপোলিতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)
-   এদুয়ার্দো ভের্গানি (বোলোনিয়ায় ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)
-   এডি সালসেদো (এল্লাস ভেরোনায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   দারিয়ান মালেস (জেনোয়ায় ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)
-   ফাকুন্দো কলিদিও (সিন্ত-ত্রুইদেনে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-   আবুবাকার সাখো (ক্রিমোনিসে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)

চুক্তিবদ্ধ অন্যান্য খেলোয়াড় সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
-   অ্যাক্সেল মোহামেদ বাকায়োকো
-   হোয়াও মারিও
নং অবস্থান খেলোয়াড়
-   লুকা সিমিচ

সমর্থক এবং প্রতিদ্বন্দ্বিতা সম্পাদনা

ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল। মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন।ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারণত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন

 
সান সিরোতে ইন্টার সমর্থক

ইন্টার মিলান ইতালির সবচেয়ে জনপ্রিয় দল। মোট সমর্থকদের শতকরা ৪১ ভাগ দলটিকে সমর্থন করে থাকেন। ঐতিহাসিকভাবে এসি মিলান দক্ষিণ ইতালীর শহরের শ্রমিক শ্রেণী সমর্থিত দল ছিল। পক্ষান্তরে অন্য বড় দল ইন্টার ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সমর্থিত দল। তবে সাম্প্রতিক সময়ে দল দুটি ভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান করছে, কেননা বর্তমানে মিলানের মালিক হচ্ছেন গণমাধ্যম ব্যবসায়ী ও রক্ষণশীল দল থেকে নির্বাচিত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি, এবং ইন্টারের মালিক মধ্য-বামপন্থী তেল ব্যবসায়ী ম্যাসিমো মোরাত্তি। তবুও এসি মিলানের সমর্থকের এখনও সাধারণত বামপন্থী এবং ইন্টারের সমর্থকেরা ডানপন্থী হয়ে থাকেন।

 
২০০৭ সালে ইন্টার সমর্থকদের উদ্‌যাপন

এসি মিলানের সাথে ইন্টারের প্রতিদ্বন্দ্ব্বিতা ঐতিহাসিকভাবে চলে আসছে।দু'দলের সমর্থকদের মধ্যে হাঙ্গামা বেশ নিয়মিত ঘটনা।২০০৪-০৫ সালের চ্যাম্পিয়নস লিগে দু'দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সমর্থক গোলযোগের কারণে একবার পরিত্যক্ত হয়। জুভেন্টাসের সাথেও ইন্টারের রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্ব্বিতা। এ দু'দলের ম্যাচকে 'ডার্বি-ডি-ইতালিয়া' বলা হয়

অর্জন সম্পাদনা

কোম্পানী হিসেবে ইন্তেরনাৎসিওনালে সম্পাদনা

২০০৫-০৬ সালে ধনী ক্লাবগুলোর কাতারে ইন্তেরনাৎসিওনালের অবস্থান ছিল ৭ম। দলটির আয়ের পরিমাণ ছিল ২০৬ মিলিয়ন ইউরো

সার্ট স্পন্সর এবং প্রস্তুতকারী সম্পাদনা

মেয়াদ পোশাক প্রস্তুতকারী সার্ট স্পন্সর
১৯৭৯-৮০ পুমা নেই
১৯৮১-৮২ ইনো-হিট
১৯৮২-৮৬ মেক স্পোর্ট মিসুরা
১৯৮৬-৮৮ লে কক স্পোর্টলিফ
১৯৮৮-৯১ ইউনিস্পোর্ট
১৯৯১-৯২ আমব্রো ফিটজার
১৯৯২-৯৫ ফিরুচ্চি
১৯৯৫-৯৮ পিরেল্লি
১৯৯৮– নাইকি পিরেল্লি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FC Internazionale Milano S.p.A."Financial Times (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮ 
  2. "Suning Holdings Group acquires majority stake of FC Internazionale Milano S.p.A."inter.it (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬ 
  3. "Inter, Suning si prende il 68,55%, Moratti lascia dopo 21 anni"gazzetta.it (ইতালীয় ভাষায়)। ৬ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬ 
  4. "LionRock Capital acquires 31.05% of FC Internazionale Milano S.p.A."inter.it (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  5. "Annual Report 2015" (পিডিএফ)। Pirelli। ২০১৬। ২৯ জুন ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬ 
  6. List of shareholders on 30 June 2016, document purchased from Italian সিসিআইএএ
  7. "Steven Zhang named President of FC Internazionale Milano S.p.A."inter.it (ইংরেজি ভাষায়)। ২৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮ 
  8. "ANTONIO CONTE WILL BE INTER'S NEW COACH" (ইতালীয় ভাষায়)। inter.it। ৩১ মে ২০১৯। ৩১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 
  9. "Inter Milan arrives in Jakarta to prepare for two friendlies"The Jakarta Post। ২৪ মে ২০১২। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৩ 
  10. Grove, Daryl (২২ ডিসেম্বর ২০১৪)। "10 Soccer Things You Might Be Saying Incorrectly"Paste। ৩০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ 
  11. "Squadra" (Italian ভাষায়)। FC Internazionale Milano। ২০১০-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা