ইম্পেরিয়াল লায়ন্স
ইম্পেরিয়াল লায়ন্স (ইংরেজি: Imperial Lions) সেন্ট্রাল গটেং ও নর্থ ওয়েস্ট প্রদেশের বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পেশাদার ক্রিকেট দল। ব্যবসায়িক সম্প্রচারজনিত চুক্তির কারণে দলটি ইম্পেরিয়াল লায়ন্স নামে পরিচিত।
কর্মীবৃন্দ | |||
---|---|---|---|
অধিনায়ক | তেম্বা বাভুমা | ||
কোচ | এনোক এনকি | ||
দলের তথ্য | |||
রং | লাল রয়্যাল ব্লু সোনালী | ||
প্রতিষ্ঠা | ২০০৩ | ||
স্বাগতিক মাঠ | ওয়ান্ডারার্স স্টেডিয়াম (প্রধান মাঠ), সেনওয়েস পার্ক | ||
ধারণক্ষমতা | ৩৪,০০০ (বিডভেস্ট ওয়ান্ডারার্স) ১৮,০০০ (সেনওয়েস পার্ক) | ||
দাপ্তরিক ওয়েবসাইট | হাইভেল্ড লায়ন্স | ||
|
২০০৩ সালে এতদ্বাঞ্চলের সর্বোচ্চ স্তরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সেন্ট্রাল গটেং লায়ন্স ক্রিকেট দল ও নর্থ ওয়েস্ট ক্রিকেট দল একীভূত হয়ে এ বিশেষ দলটি গঠন করে।
জোহেন্সবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম ও পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক-এ নিজেদের খেলা আয়োজন করে। সম্মিলিতভাবে গঠিত দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা ফোর-ডে ফ্র্যাঞ্চাইজ সিরিজ-এ অংশগ্রহণসহ মোমেন্টাম ওয়ান ডে কাপ ও সিএসএ টি২০ চ্যালেঞ্জ সীমিত ওভারের প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে দলটি ফোর-ডে ফ্রাঞ্চাইস সিরিজ প্রতিযোগিতার শিরোপাধারী দল।
সম্মাননা
সম্পাদনা- সানফয়েল সিরিজ (২) - ২০১৪-১৫, ২০১৮-১৯
- মোমেন্টাম ওয়ান ডে কাপ (১) - ; যৌথভাবে (১) - ২০১২-১৩, নাশুয়া কেপ কোবরাসের সাথে যৌথভাবে
- র্যাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ (২) - ২০০৬-০৭, ২০১২-১৩, ২০১৮-১৯
- চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ (০) - ; রানার্স আপ (১) - ২০১১ - ২০১২
দলীয় সদস্য
সম্পাদনা২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে লায়ন্সের সাথে চুক্তিবদ্ধ ও দ্বিতীয় একাদশ দলে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দেরকে দেখানো হয়েছে।
- নম্বরের মাধ্যমে খেলোয়াড়ের শার্টের পিছনে দলের নম্বর চিহ্নিত করা হয়েছে।
- গাঢ় হরফে খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যাপ লাভ চিহ্নিত করা হয়েছে।
নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য | |
---|---|---|---|---|---|---|
লায়ন্স অধিনায়ক | ||||||
তেম্বা বাভুমা | ১৭ মে ১৯৯০ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | অধিনায়ক | ||
উদ্বোধনী ব্যাটসম্যান | ||||||
রায়ান রিকেলটন | ১১ জুলাই ১৯৯৬ | বামহাতি | ডানহাতি মিডিয়াম | |||
রিজা হেনড্রিক্স | ১৪ আগস্ট ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
রাসি ফন ডার ডাসেন | ৭ ফেব্রুয়ারি ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | |||
ব্যাটসম্যান | ||||||
উইয়ান মুল্ডার | ১১ নভেম্বর ১৯৯২ (বয়স ২৬) | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | |||
কাগিসো রাপুলানা | ৬ জুলাই ১৯৯১ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | |||
উইকেট-রক্ষক | ||||||
ডমিনিক হেনড্রিক্স | ৭ নভেম্বর ১৯৯০ | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | উদ্বোধনী ব্যাটসম্যান | ||
মঙ্গালিসো মোসেলে | ২৪ এপ্রিল ১৯৯০ | ডানহাতি | ||||
নিকি ফন দেন বার্গ | ২০ জুলাই ১৯৮৯ | ডানহাতি | ||||
অল-রাউন্ডার | ||||||
উইয়ান মুল্ডার | ১৯ ফেব্রুয়ারি ১৯৯৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | |||
ডোয়েন প্রিটোরিয়াস | ২৯ মার্চ ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
৬ মার্চ ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | ||||
স্পিন বোলার | ||||||
বিয়র্ন ইমাদ ফরচুইন | ২১ অক্টোবর ১৯৯৪ | ডানহাতি | স্লো লেফট আর্ম অর্থোডক্স | |||
এ্যারন ফাঙ্গিসো | ২১ জানুয়ারি ১৯৮৪ | ডানহাতি | বামহাতি অর্থোডক্স | |||
সিম বোলার | ||||||
ক্রেগ আলেকজান্ডার | ৫ জানুয়ারি ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি ফাস্ট | |||
বিউরেন হেনড্রিক্স | ৮ জুন ১৯৯০ | ডানহাতি | বামহাতি মিডিয়াম-ফাস্ট | |||
মালুসি সিবোতো | ২০ আগস্ট ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||
ডেলানো পটজাইটার | ৫ আগস্ট ১৯৯৬ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | |||
ননো পঙ্গোলো | ১৮ আগস্ট ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | |||
কাগিসো রাবাদা | ২৫ মে ১৯৯৫ | বামহাতি | ডানহাতি ফাস্ট | |||
নান্দ্রে বার্গার | ১১ আগস্ট ১৯৯৫ (বয়স ২৩) | ডানহাতি | বামহাতি মিডিয়াম ফাস্ট |
উৎস: ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে লায়ন্সের সাথে চুক্তিবদ্ধ ও দ্বিতীয় একাদশ দলে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দেরকে দেখানো হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- South African Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions