হেনরি মাসগ্রোভ

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Henry Musgrove থেকে পুনর্নির্দেশিত)

হেনরি হ্যারি আলফ্রেড মাসগ্রোভ (ইংরেজি: Henry Musgrove; জন্ম: ২৭ নভেম্বর, ১৮৫৮ - মৃত্যু: ২ নভেম্বর, ১৯৩১) সারের সারবিটন এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন হ্যারি মাসগ্রোভ নামে পরিচিত হেনরি মাসগ্রোভ

হ্যারি মাসগ্রোভ
১৮৯৬ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালনকালে হেনরি মাসগ্রোভ (পিছনেরসারির মধ্যস্থানে)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেনরি হ্যারি আলফ্রেড মাসগ্রোভ
জন্ম(১৮৫৮-১১-২৭)২৭ নভেম্বর ১৮৫৮
সারবিটন, সারে, ইংল্যান্ড
মৃত্যু২ নভেম্বর ১৯৩১(1931-11-02) (বয়স ৭২)
ডার্লিংহার্স্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরন
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩৬)
১ জানুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৩ ৯৯
ব্যাটিং গড় ৬.৫০ ৮.২৫
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৬২
বল করেছে ২৪
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ আগস্ট ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৮৮১-৮২ মৌসুম থেকে ১৮৮৭-৮৮ মৌসুম পর্যন্ত হেনরি মাসগ্রোভের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হেনরি মাসগ্রোভ। ১ জানুয়ারি, ১৮৮৫ তারিখে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে উইলিয়াম ব্রুস, জন ট্রাম্বল, এফি জার্ভিস, রোল্যান্ড পোপ, আলফ্রেড মার, হ্যারি মাসগ্রোভ, জ্যাক ওর‍েল, স্যাম মরিসডিগার রবার্টসনের একযোগে টেস্ট অভিষেক ঘটেছিল।[২] খেলায় তিনি ৪ ও ৯ রান তুলেন। ঐ খেলায় তার দল ১০ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৮৯৬ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ইংল্যান্ড গমন করেছিলেন।

২ নভেম্বর, ১৯৩১ তারিখে নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্ট এলাকায় ৭২ বছর বয়সে হেনরি মাসগ্রোভের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Australia – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  2. "England in Australia (1884 – 1885): Scorecard of second Test"। Cricinfo। সংগ্রহের তারিখ আগস্ট ২৯, ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা