জার্মানি জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

(Germany Olympic football team থেকে পুনর্নির্দেশিত)

জার্মানি জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Germany national under-23 football team; যা জার্মানি অলিম্পিক ফুটবল দল অথবা জার্মানি অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম জার্মানির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ১৯৫৫ সালের ২৫শে জুন তারিখে, জার্মানি অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত জার্মানি এবং যুগোস্লাভিয়া অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার উক্ত ম্যাচটি ৩–৩ গোলে ড্র হয়েছে।

জার্মানি অনূর্ধ্ব-২৩
ডাকনামন্যাশনালএলফ (জাতীয় একাদশ)
ডিএফবি-এলফ (ডিএফবি একাদশ)
ডি মানশাফট (দল)[ক]
অ্যাসোসিয়েশনজার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচস্টেফান কুনৎস
মাঠবিভিন্ন
ফিফা কোডGER
ওয়েবসাইটwww.dfb.de
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 জার্মানি ৩–৩ যুগোস্লাভিয়া 
(ফ্রাঙ্কফুর্ট, পশ্চিম জার্মানি; ২৫ জুন ১৯৫৫)
বৃহত্তম জয়
 জার্মানি ৩–০ তুরস্ক 
(আউগসবুর্গ, পশ্চিম জার্মানি; ২৪ এপ্রিল ১৯৭১)
বৃহত্তম পরাজয়
 সোভিয়েত ইউনিয়ন ৩–১ জার্মানি 
(ইয়েরেভান, সোভিয়েত ইউনিয়ন; ২৯ এপ্রিল ১৯৭২)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ১০ (১৯১২-এ প্রথম)
সেরা সাফল্য চ্যাম্পিয়ন (১৯৭৬)

ডি মানশাফট নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টেফান কুনৎস। জার্মানি অনূর্ধ্ব-২৩ গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ১ বার (১৯৭৬) স্বর্ণ পদক জয়লাভ করেছে।[৩]

মাক্সিমিলিয়ান মাইয়ার, লেয়ন গোরেৎস্কা, ইয়ুর্গেন ক্লিন্সমান, রুডি বোমার এবং হান্স-ইয়ুর্গেন রিডিগারের মতো খেলোয়াড়গণ জার্মানির অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

টীকা সম্পাদনা

  1. জার্মানিতে, এই দলটি সাধারণত ডি ন্যাশনালমানশাফট (জাতীয় দল), ডিএফবি-এলফ (ডিএফবি ), ডিএফবি-আউসওয়াহল (ডিএফবি নির্বাচিত) অথবা ন্যাশনালএলফ (জাতীয় একাদশ) নামে পরিচিত। বিদেশী গণমাধ্যমে, এই দলটিকে সাধারণত ডি মানশাফট (দল) হিসেবেই অভিহিত করা হয়।[১] ২০১৫ সালের জুন মাস হতে, এগুলো ডিএফবি দ্বারা এই দলের আনুষ্ঠানিক ডাকনাম হিসেবে স্বীকৃত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The "Mannschaft" :: National Teams :: DFB – Deutscher Fußball-Bund e.V."dfb.de। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৮ 
  2. "DFB unveil new 'Die Mannschaft' branding"। DFB। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৫ 
  3. "Olympic Football Tournament Final • 1976-08-01"FIFA। ১৯৭৬-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা