ফেইয়ানর্ট

(Feyenoord থেকে পুনর্নির্দেশিত)

ফেইয়ানর্ট রটার্ডাম (ওলন্দাজ উচ্চারণ: [ˈfɛiənoːrt]; সাধারণত শুধুমাত্র ফেইয়ানর্ট নামে পরিচিত) হচ্ছে রটার্ডাম ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালের ১৯শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফেইয়ানর্ট তাদের সকল হোম ম্যাচ রটার্ডামের দে কইপে খেলে থাক; যার ধারণক্ষমতা হচ্ছে ৫১,১৭৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিক আটফোকাট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন টোন ভান বোডেখম। ওলন্দাজ আক্রমণভাগের খেলোয়াড় স্টেভেন বেরখোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ফেইয়ানর্ট
পূর্ণ নামফেইয়ানর্ট রটার্ডাম
ডাকনামদে ক্লাব আন দে মাস (মিউজে ক্লাব)
দে স্তাডিওনক্লাব (স্টেডিয়াম ক্লাব)
দে ট্রটস ভান জুইড (দক্ষিণের গর্ব)
দে ক্লাব ভান হেট ভল্ক club (জনতার ক্লাব)
প্রতিষ্ঠিত১৯ জুলাই ১৯০৮; ১১৫ বছর আগে (1908-07-19)
মাঠদে কইপ
ধারণক্ষমতা৫১,১৭৭
সভাপতিনেদারল্যান্ডস টোন ভান বোডেখম
প্রধান কোচনেদারল্যান্ডস ডিক আটফোকাট
লিগএরেডিভিজি
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ফেইয়ানর্ট নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের মধ্যে একটি, যারা প্রতিষ্ঠার পর থেকেই সাফল্য অর্জন করেতে শুরু করেছিল। ঘরোয়া ফুটবলে, ফেইয়ানর্ট এপর্যন্ত ৩২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৫টি এরেডিভিজি শিরোপা, ১৩টি কেএনভিবি কাপ শিরোপা এবং ৪টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে।[১] ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ফেইয়ানর্ট এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ইউরোপীয় কাপ শিরোপা, ২টি উয়েফা কাপ রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Oprichting Wilhelmina ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে, frgoals.nl

বহিঃসংযোগ সম্পাদনা

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
অন্যান্য ওয়েবসাইট