ফ্যাশন (২০০৮-এর চলচ্চিত্র)

চলচ্চিত্র
(Fashion (film) থেকে পুনর্নির্দেশিত)

ফ্যাশন ২০০৮ সালের ভারতীয় নাট্য চলচ্চিত্র যা সহ-প্রযোজনা এবং পরিচালনা করেছেন মধুর ভাণ্ডারকর। চিত্রনাট্য রচনা করেছেন অজয় মঙ্গা, মধুর ভাণ্ডারকর এবং অনুরাধা তেওয়ারী। এর প্রধান চলচিত্রায়ন ঘটেছে ভারতের মুম্বইচণ্ডীগড়ে। সঙ্গীত পরিচালনা করেছেন সেলিম-সুলায়মান এবং গান লিখেছেন ইরফান সিদ্দিকী ও সন্দীপ নাথ।

ফ্যাশন
মূল শিরোনামFashion
পরিচালকমধুর ভাণ্ডারকর
প্রযোজক
চিত্রনাট্যকার
কাহিনিকারপ্রিয়াঙ্কা চোপড়া
উৎসলেখক কর্তৃক 
মূল কাজের শিরোনাম
শ্রেষ্ঠাংশে
সুরকারসালিম-সুলাইমান
চিত্রগ্রাহকমহেশ লিমায়ে
সম্পাদকদেবেন মুর্ধেশ্বর
পরিবেশক
মুক্তি
  • ২৯ অক্টোবর ২০০৮ (2008-10-29) (ভারত)
স্থিতিকাল১৬১ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়প্রা.১৮০ মিলিয়ন (US$ ২.২ মিলিয়ন)[২]
আয়প্রা.Rs. ৬০০ মিলিয়ন (US$ ৭.৩৩ মিলিয়ন)[৩]

চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়া, মেহনা মাথুর নামে একজন উচ্চাকাঙ্ক্ষী ফ্যাশন মডেল হিসাবে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে একটি ছোট শহর থেকে তার সুপারমডেল হয়ে ওঠার পাশাপাশি ভারতীয় ফ্যাশন শিল্প এবং অন্যান্য মডেলের পেশাজীবন চিত্রায়িত হয়েছে। চলচ্চিত্রটি এছাড়াও ভারতীয় ফ্যাশনে নারীবাদ ও নারী শক্তির অন্বেষণ করেছে। চলচ্চিত্রে এছাড়াও সহ-ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাওয়াত, মুগধা গডসে, অর্জন বাজওয়া, সমির সোনি এবং আরবাজ খান, যারা বিভিন্ন ফ্যাশন মডেলের পেশাজীবন চিত্রায়িত করেছে।

২০০৬ সালে চলচ্চিত্রটির কাজ শুরু হয়। চলচ্চিত্রটির নির্মানব্যায় ছিল ১৮০ মিলিয়ন (US$ ২.২ মিলিয়ন), এবং ২০০৮ সালের ২৯ অক্টোবর ইতিবাচক পর্যালোচনা সহ এটি মুক্তি লাভ করে। সমালোচকরা এর স্ক্রিন, চিত্রগ্রহণ, সঙ্গীত, পরিচালনা এবং অভিনয়ের প্রশংসা করে। এটি ভারতীয় বক্স অফিসে Rs. ৬০০ মিলিয়ন (US$ ৭.৩৩ মিলিয়ন) আয় করে সর্বোপরি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

অভিনয়ে সম্পাদনা

সংগীত সম্পাদনা

ফ্যাশন
 
সাউন্ডট্র্যাক কভার
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১১ সেপ্টেম্বর ২০০৮ (2008-09-11)
শব্দধারণের সময়২০০৮
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৪৭:২৬
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
সেলিম-সুলায়মান কালক্রম
রোডসাইড রোমিও
(২০০৮)
ফ্যাশন
(২০০৮)
রব নে বানা দি জোড়ি
(২০০৮)
গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."ফ্যাশন কা জালবা"সন্দীপ নাথসেলিম-সুলায়মানসুখবিন্দর সিং, সত্য হিন্দুজা, রবার্ট বব ওমুলো৪:৪৩
২."মার যাভা"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানসেলিম মার্চেন্ট, শ্রুতি পাঠক৪:০১
৩."কুচ খাস"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানমোহিত চৌহান, নেহা ভাসিন৫:০৩
৪."আশিয়ানা"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানসেলিম মার্চেন্ট৫:২৯
৫."ফ্যাশন কা জালবা (রিমিক্স)"সন্দীপ নাথসেলিম-সুলায়মানসুখবিন্দর সিং, সত্য হিন্দুজা, রবার্ট বব ওমুলো৪:৪০
৬."মার যাভা (রিমিক্স)"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানসেলিম মার্চেন্ট, শ্রুতি পাঠক৪:২৬
৭."কুচ খাস (রিমিক্স)"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানমোহিত চৌহান, নেহা ভাসিন৪:১৭
৮."থিম অব ফ্যাশন (রিমিক্স)"ইরফান সিদ্দিকীকার্শ কালে এবং মেডিভাল পুন্ডিতজবিভিন্ন শিল্পী৬:১৫
৯."আশিয়ানা (রিমিক্স)"ইরফান সিদ্দিকীডিজে অমিথসেলিম মার্চেন্ট৫:৫০
১০."থিম অব ফ্যাশন"ইরফান সিদ্দিকীসেলিম-সুলায়মানবিভিন্ন শিল্পী৪:০২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fashion (15)"British Board of Film Classification। ৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৩ 
  2. Gupta, Pratim D. (২৭ অক্টোবর ২০০৮)। "'Everyone's scared of Fashion'"The Telegraph। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৩ 
  3. "December gives some respite with 2 hits"The Indian Express। ৩১ ডিসেম্বর ২০০৮। ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা