ফরিদপুর সদর উপজেলা

ফরিদপুর জেলার একটি উপজেলা
(Faridpur Sadar Upazila থেকে পুনর্নির্দেশিত)

ফরিদপুর সদর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

ফরিদপুর সদর
উপজেলা
মানচিত্রে ফরিদপুর সদর উপজেলা
মানচিত্রে ফরিদপুর সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৪.৮৮″ উত্তর ৮৯°৪৯′৫০.১৬″ পূর্ব / ২৩.৫৯৫৮০০০° উত্তর ৮৯.৮৩০৬০০০° পূর্ব / 23.5958000; 89.8306000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
সরকার
 • সাংসদ (ফরিদপুর-৩)আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৪০৭.০২ বর্গকিমি (১৫৭.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৪,১৪,৬৮০
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ২৯ ৪৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই উপজেলার উত্তরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলামানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, দক্ষিণে নগরকান্দা উপজেলা, পূর্বে চরভদ্রাসন উপজেলামানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, পশ্চিমে বোয়ালমারী উপজেলা, মধুখালী উপজেলারাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা

ইতিহাস সম্পাদনা

১৩০০ শতাব্দির প্রথমদিকে বিখ্যাত সুফী সাধক হযরত শেখ শাহ ফরিদ এখানে অবস্থান করেন। তাঁর নাম অনুসারে ১৮৯৪ সালের ১০ সেপ্টেম্বর ফরিদপুর কোতয়ালী থানা প্রতিষ্ঠিত হয়। অতঃপর ১৯৮৪ সালের ১ ডিসেম্বর তারিখে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ফরিদপুর সদর উপজেলা নামে নামকরণ করা হয়।

প্রশাসনিক এলাকা সমূহ সম্পাদনা

  1. ঈশান গোপালপুর ইউনিয়ন
  2. চরমাধবদিয়া ইউনিয়ন
  3. নর্থচ্যানেল ইউনিয়ন
  4. আলিয়াবাদ ইউনিয়ন
  5. ডিক্রীরচর ইউনিয়ন
  6. মাচ্চর ইউনিয়ন
  7. অম্বিকাপুর ইউনিয়ন
  8. কৃষ্ণনগর ইউনিয়ন
  9. কানাইপুর ইউনিয়ন
  10. কৈজুরী ইউনিয়ন
  11. গেরদা ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যা ৪,১৩,৪৮৫ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,০১৬ জন।

সংসদীয় আসন সম্পাদনা

বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ টি আসনের মধ্যে একটি আসন ফরিদপুর-৩ আসন। বাংলাদেশের জাতীয় সংসদের ২১৩ নং আসন ফরিদপুর-৩ আসন। ফরিদপুর-৩ আসন = (ফরিদপুর সদর) উপজেলার সমন্বয়ে গঠিত।

সাংসদের নামের তালিকা সম্পাদনা

  • চৌধুরি শামসুদ্দিন আহমেদ বাদশা মিয়া
  • চৌধুরি আব্দাল্লাহ জহিরুদ্দিন লালমিয়া
  • মৌলভি তমিজুদ্দিন খান
  • ইউসুফ আলি চৌধুরি মোহন মিয়া
  • ইমামউদ্দিন আহমাদ
  • চৌধুরি কামাল ইবনে ইউসুফ
  • কামরান হোসাইন চৌধুরি
  • খন্দকার মোশাররফ হোসেন

উপজেলা পরিষদের চেয়ারম্যানের তালিকা সম্পাদনা

  • ইমরান হোসাইন চৌধুরি
  • এ্যাডভোকেট মোঃ শামসুল হক (ভোলামাস্টার)
  • খন্দকার মোহতেশাম হোসেন বাবর মিয়া
  • আব্দুল রাজ্জাক মোল্লা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

নদনদী সম্পাদনা

ফরিদপুর সদর উপজেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে পদ্মা নদী, কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ), শীতলক্ষ্যা নদী, ভুবনেশ্বর নদী এবং মরাপদ্মা নদী।[২][৩] মান্দার তলা খাল

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফরিদপুর সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৬, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৫। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ সম্পাদনা