ফুটবল ক্লাব জরিয়া লুহানস্ক

(FC Zorya Luhansk থেকে পুনর্নির্দেশিত)

ফুটবল ক্লাব জরিয়া লুহানস্ক (ইউক্রেনীয় উচ্চারণ: [zoˈrʲɑ lʊˈɦɑnʲsʲk], ইউক্রেনীয়: ФК «Зоря» Луганськ; এছাড়াও এফসি জরিয়া লুহানস্ক অথবা জরিয়া লুহানস্ক নামে পরিচিত) হচ্ছে লুহানস্ক ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জরিয়া লুহানস্ক তাদের সকল হোম ম্যাচ লুহানস্কের স্লাভিউতিচ-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিক্তর স্ক্রিপনিক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়েভহেন হেলের। ইউক্রেনীয় রক্ষণভাগের খেলোয়াড় মিকিতা কামেন্যুকা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

জরিয়া লুহানস্ক
পূর্ণ নামফুটবল ক্লাব জরিয়া লুহানস্ক
ডাকনামমুজিকি (পুরুষ)
প্রতিষ্ঠিত১৯২৩; ১০১ বছর আগে (1923)[১]
মাঠস্লাভিউতিচ-এরিনা[২]
ধারণক্ষমতা১২,০০০
সভাপতিইউক্রেন ইয়েভহেন হেলের
প্রধান কোচইউক্রেন ভিক্তর স্ক্রিপনিক
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, জরিয়া লুহানস্ক এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সোভিয়েত শীর্ষ লিগ, ২টি সোভিয়েত প্রথম লিগ, ১টি ইউক্রেনীয় প্রথম লিগ, ১টি সোভিয়েত দ্বিতীয় লিগ, ১টি ইউক্রেনীয় দ্বিতীয় লিগ এবং ৩টি ইউক্রেনীয় এসএসআর শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

সোভিয়েত ইউনিয়ন সম্পাদনা

ইউক্রেন সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. ত্রুদভি রেজের্ভি হিসেবে
  2. ইউক্রেনীয় এসএসআর হিসেবে

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব জরিয়া লুহানস্ক টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ