হাইতির ভাষা

(Demographics of Haiti থেকে পুনর্নির্দেশিত)

ফরাসি ভাষাহাইতীয় ভাষা হাইতির সরকারি ভাষা। হাইতীয় ভাষাটি ফরাসি ভাষা-ভিত্তিক একটি ক্রেওল ভাষা। এটি হাইতির প্রায় সব মানুষের মাতৃভাষা। এই ভাষার ৯০% শব্দভাণ্ডার পর্তুগিজ, স্পেনীয়, তাইনো ও পশ্চিম আফ্রিকান ভাষা থেকে আগত।[১] ফরাসি এই দেশের প্রধান লিখিত ও প্রশাসনিক কাজে ব্যবহৃত ভাষা। ৪২% মানুষ হাইতীয় ভাষায় কথা বলে।[২][৩] শিক্ষিত হাইতীয়রা এই ভাষায় কথা বলে এবং এটি অধিকাংশ বিদ্যালয়ের পাঠদানের মাধ্যম, এমনকি ব্যবসার ক্ষেত্রেও এই ভাষা ব্যবহৃত হয়। বিভিন্ন আয়োজনে, তথা বিবাহ, স্নাতক অনুষ্ঠান ও গির্জার জমায়েতেও এই ভাষা ব্যবহৃত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. বোনেনফান, জাক এল. (ডিসেম্বর ১৯৮৯)। হ্যাগার্টি, রিচার্ড এ., সম্পাদক। "History of Haitian-Creole: From Pidgin to Lingua Franca and English Influence on the Language" (পিডিএফ)লাইব্রেরি অব কংগ্রেস ফেডারেল রিসার্স ডিভিশন। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  2. La langue française dans le monde 2014 (পিডিএফ)। নাথান। ২০১৪। আইএসবিএন 978-2-09-882654-0। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  3. À ce propos, voir l'essai Prétendus Créolismes : le couteau dans l'igname, Jean-Robert Léonidas, Cidihca, Montréal 1995

বহিঃসংযোগ সম্পাদনা