আইনত
লাতিন শব্দ, যার অর্থ "আইনত"
(De jure থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
আইনত, আইনসম্মত বা আইনানুমোদিত (আধুনিক লাতিন: "de jure"; ইংরেজি: "concerning law") একটি মত অভিপ্রায় করে যার অর্থ "আইন সম্পর্কে", এটি বেশির ভাগ ব্যবহার করা হয় আইন, সরকার অথবা প্রযুক্তির ক্ষেত্রে ।
এর বিপরীত ধারণাটি হল কার্যত (লাতিন De facto দে ফাক্তো )।
আন্তর্জাতিক সম্পর্ক
সম্পাদনাআন্তর্জাতিক কূটনীতিতে দে জুরি শব্দটি বহুলভাবে ব্যবহৃত হয়। এটি কোনো রাষ্ট্র কর্তৃক আরেকটি রাষ্ট্র বা শাসন ব্যবস্থাকে আইনগত স্বীকৃতি দেওয়া বোঝায়। যেমন: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যদিও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
আরও দেখুন
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |