মেধাস্বত্ব লঙ্ঘন

লেখকের অনুমতি ছাড়া মেধাস্বত্বযুক্ত কাজের ব্যবহার
(Copyright infringement থেকে পুনর্নির্দেশিত)

মেধাস্বত্ব লঙ্ঘন (যা পাইরেসি নামেও পরিচিত) হলো স্বত্বধারীর অনুমতি ছাড়া মেধাস্বত্ব দ্বারা সুরক্ষিত মেধা সম্পদ ব্যবহার, যার ফলে মেধাস্বত্ব ধারককে প্রদত্ত কিছু একচেটিয়া অধিকার লঙ্ঘন করা হয়, যেমন পুনরুৎপাদন, বিতরণ, প্রদর্শনের অধিকার বা সুরক্ষিত কাজ সঞ্চালন, অথবা অমৌলিক কাজ সম্পদনের অধিকার। মেধাস্বত্ব ধারক বলতে সাধারণত কাজের স্রষ্টা, বা কোনও প্রকাশক বা অন্য ব্যবসা সংস্থা বোঝানো হয়, যার কাছে মেধাস্বত্ব বরাদ্দ করা হয়েছে। মেধাস্বত্ব ধারকগণ মেধাস্বত্ব লঙ্ঘন প্রতিরোধ এবং শাস্তির জন্য নিয়মিত আইনি ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে।

১৯০৬ সালের মেধাস্বত্বকৃতিস্বত্ব (পেটেন্ট) প্রস্তুতি পরিষেবার জন্য একটি বিজ্ঞাপন, সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মেধাস্বত্ব নিবন্ধন করতে হতো।

মেধাস্বত্ব লঙ্ঘনের বিরোধসমূহ সাধারণত সরাসরি আলোচনা, বিজ্ঞপ্তি ও ধ্বংসকরণ প্রক্রিয়া বা দেওয়ানি আদালতে মামলার মাধ্যমে সমাধান করা হয়। গুরুতর বা বড় আকারের বাণিজ্যিক লঙ্ঘন, বিশেষত যদি সেটি জাল করার মতন লঙ্ঘন হয়, তাহলে সেগুলো ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। জনসাধারণের প্রত্যাশার পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি এবং ইন্টারনেটের ক্রমবর্ধমান নাগালের ফলে এমন ব্যাপক, বেনামি লঙ্ঘন হয়েছে যে মেধাস্বত্ব-নির্ভর শিল্পগুলি এখন এমন ব্যক্তিদের অনুসরণ করার দিকে কম মনোযোগ দেয় যারা অনলাইনে মেধাস্বত্ব-সুরক্ষিত সামগ্রী খুঁজে ও শেয়ার করে,[যাচাই করার জন্য উদ্ধৃতি প্রয়োজন] এবং আরও অনেক কিছু। পরোক্ষ লঙ্ঘনকারী হিসাবে, পরিষেবা প্রদানকারী ও সফ্টওয়্যার ডিস্ট্রিবিউটরদের স্বীকৃতি দিতে এবং শাস্তি দেওয়ার জন্য মেধাস্বত্ব আইন সম্প্রসারণ করার বিষয়ে, যারা অন্যদের দ্বারা লঙ্ঘনের ব্যক্তিগত কাজগুলিকে সহজতর এবং উৎসাহিত করে৷

কপিরাইট লঙ্ঘনের প্রকৃত অর্থনৈতিক প্রভাবের অনুমান ব্যাপকভাবে পরিবর্তিত হয় এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে। তা সত্ত্বেও, মেধাস্বত্ব ধারক, শিল্পের প্রতিনিধি এবং আইনপ্রণেতাগণ দীর্ঘদিন ধরে কপিরাইট লঙ্ঘনকে জলদস্যুতা বা চুরি হিসাবে চিহ্নিত করেছেন – যে ভাষাটিকে কিছু মার্কিন আদালত এখন নিন্দনীয় বা অন্যথায় বিতর্কিত হিসাবে বিবেচনা করে।[১][২][৩]

পরিভাষা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Dowling নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "MPAA Banned From Using Piracy and Theft Terms in Hotfile Trial"। ২৯ নভেম্বর ২০১৩। ৩০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩ 
  3. "MPAA Banned From Using Piracy and Theft Terms in Hotfile Trial"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩ 

আরও পড়ুন সম্পাদনা


বহিঃসংযোগ সম্পাদনা


টেমপ্লেট:দেশ অনুযায়ী মেধাস্বত্ব আইন