কলাম ফার্গুসন

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Callum Ferguson থেকে পুনর্নির্দেশিত)

কলাম জেমস ফার্গুসন (জন্ম: ২১ নভেম্বর, ১৯৮৪) অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্র্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে সাউথ অস্ট্র্রেলিয়ার পক্ষে খেলছেন কলাম ফার্গুসন। এছাড়াও, অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন কলাম ফার্গুসন

কলাম ফার্গুসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকলাম জেমস ফার্গুসন
জন্ম (1984-11-21) ২১ নভেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
উত্তর অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামফার্গি
উচ্চতা১৮০ সেমি (৫ ফুট ১১ ইঞ্চি)[১]
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩-সাউথ অস্ট্রেলিয়া (জার্সি নং ১২)
২০১১-১২পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১১-১৪অ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১৪-বর্তমানমেলবোর্ন রেনেগেডেস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩০ ৫৫ ৮৯
রানের সংখ্যা ৬৬৩ ১৬ ৩,৩৪৬ ২,৩০৭
ব্যাটিং গড় ৪১.৪৩ ৫.৩৩ ৩৫.৯৭ ৩৪.৯৫
১০০/৫০ ০/৫ ০/০ ৬/২০ ২/১৮
সর্বোচ্চ রান ৭১* ১৩২ ১০১*
বল করেছে ৪২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ১/– ২৫/– ১৯/–
উৎস: Cricinfo, ২৫ জুলাই ২০১১

প্রারম্ভিক জীবন সম্পাদনা

২০০৩ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমির বৃত্তি লাভ করেন। ১৬ অক্টোবর, ২০০৪ তারিখে অ্যাডিলেড ওভালে নিজমাঠে ভিক্টোরিয়ার বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। প্রথম মৌসুমেই ৩৮.৫৭ গড়ে ৭৩৩ রান করে সাউথ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২০০৯ সালে অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক দলে খেলার সুযোগ লাভ করেন। ফেব্রুয়ারি, ২০০৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক খেলায় ৬ বলে অপরাজিত ৬* রান সংগ্রহ করেন। এরপর ৮ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে অনুষ্ঠিত ২য় ওডিআইয়ে ২৩ বলে ২৮ ও ১০ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে তৃতীয় ওডিআইয়ে ১১ বলে অপরাজিত ১৩* তোলেন। ১৩ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে প্রথম অর্ধ-শতক করেন তিনি। ৪র্থ ওডিআইয়ে বৃষ্টিবিঘ্নিত খেলায় ৩৫ বলে অর্ধ-শতক লাভ করেন। এছাড়াও ব্রাড হাড্ডিনের সাথে ৯০ রানের জুটি গড়েন। ৪ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে লন্ডনের ওভালে তিনি তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Callum Ferguson"cricket.com.auCricket Australia। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা