বিল লুন্ডি

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(Bill Lundie থেকে পুনর্নির্দেশিত)

এরিক ব্যালফোর বিল লুন্ডি (ইংরেজি: Bill Lundie; জন্ম: ১৫ মার্চ, ১৮৮৮ - মৃত্যু: ১২ সেপ্টেম্বর, ১৯১৭) কেপ উপনিবেশের উইলোভ্যাল এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১৪ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

বিল লুন্ডি
১৯১৭ সালের সংগৃহীত স্থিরচিত্রে বিল লুন্ডি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএরিক ব্যালফোর লুন্ডি
জন্ম(১৮৮৮-০৩-১৫)১৫ মার্চ ১৮৮৮
উইলোভ্যাল, কেপ উপনিবেশ
মৃত্যু১২ সেপ্টেম্বর ১৯১৭(1917-09-12) (বয়স ২৯)
পাসেনডেল, বেলজিয়াম
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৯৪)
২৭ ফেব্রুয়ারি ১৯১৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯০৮/০৯ - ১৯০৯/১০ইস্টার্ন প্রভিন্স
১৯০৯/১০ - ১৯১০/১১ওয়েস্টার্ন প্রভিন্স
১৯১৩/১৪ট্রান্সভাল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১২৬
ব্যাটিং গড় ১.০০ ৮.৪০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৯
বল করেছে ২৮৬ ১৫১০
উইকেট ২৬
বোলিং গড় ২৬.৭৫ ২৫.৩৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১০১ ৬/৫২
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ৭/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ জানুয়ারি, ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স, ওয়েস্টার্ন প্রভিন্স ও গটেং দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন বিল লুন্ডি

ঘরোয়া ক্রিকেট সম্পাদনা

১৯০৯ থেকে ১৯১৪ সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান ছিল ফাস্ট বোলিংয়ে পারদর্শী বিল লুন্ডি’র। এ সময়ে দক্ষিণ আফ্রিকার তিনটি প্রাদেশিক দলের পক্ষে খেলেছিলেন তিনি। ১৯০৮-০৯ মৌসুমে ইস্টার্ন প্রভিন্সের সদস্যরূপে নিজস্ব সেরা প্রথম-শ্রেণীর বোলিং পরিসংখ্যান ৬/৫২ দাঁড় করান। বর্ডারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে তার দল বিজয়ী হয়েছিল।[১]

টেস্ট ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ ঘটে বিল লুন্ডি’র।[২] ১৯১৩-১৪ মৌসুমে ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকায় আসে। সিরিজের পঞ্চম টেস্টে অংশগ্রহণের সুযোগ পান তিনি। অংশগ্রহণকৃত ঐ টেস্টই তার একমাত্র ও সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ ছিল। বোলিং উদ্বোধনে মাঠে নেমেছিলেন তিনি। এ সময়ে মাঠে বাতাস প্রবহমান ছিল। ৪৬.৩ ওভার বোলিং করে ৪/১০১ লাভ করেন ও সফরকারী দলকে ৪১১ রানে গুটিয়ে দিতে সম্যক ভূমিকা পালনে সচেষ্ট ছিলেন।[৩][৪] এ টেস্টটিই প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার সর্বশেষ টেস্ট খেলা ছিল।

বিশ্বযুদ্ধে অংশগ্রহণ সম্পাদনা

প্রথম বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বিল লুন্ডি। কোল্ডস্ট্রিম গার্ডসের নিয়ন্ত্রণাধীন ৩য় ব্যাটালিয়ন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন্ডপ্রাপ্ত হয়ে দক্ষিণ আফ্রিকান সার্ভিস কোরে যোগ দেন। ১২ সেপ্টেম্বর, ১৯১৭ তারিখে মাত্র ২৯ বছর বয়সে বেলজিয়ামের পাসেনডেলে গোলাবর্ষণের কবলে পড়ে নিহত হন তিনি।[৫]

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বারোজন টেস্ট ক্রিকেটারের জীবনাবসান ঘটছিল। তন্মধ্যে, আর্থার অশি, রেজি সোয়ার্জ, গর্ডন হোয়াইট, এরিক বিল লুন্ডি, ক্লদ নিউবেরি, রেজিনাল্ড হ্যান্ডসফ্রেডরিক কুক - এ সাতজনই দক্ষিণ আফ্রিকান ছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Border v Eastern Province"CricketArchive। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৭ 
  2. "Bill Lundie"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭ 
  3. "5th Test, England tour of South Africa at Port Elizabeth, Feb 27-Mar 3 1914"Cricinfo। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৭ 
  4. Christopher Martin-Jenkins, The Complete Who's Who of Test Cricketers, Rigby, Adelaide, 1983, p. 295.
  5. Nigel McCrery, Final Wicket: Test and First Class Cricketers Killed in the Great War, Pen & Sword Books, Barnsley, 2015. p. 352.
  6. Cricket and society in South Africa, 1910-1971, From union to icolation, Edited by Bruce Murray, Richard Parry and Jonty Winch, Palgrave Macmillan, ISBN 978-3-319-93607-9, 1969

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা