বিল ব্রাউন

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Bill Brown (cricketer) থেকে পুনর্নির্দেশিত)

উইলিয়াম আলফ্রেড বিল ব্রাউন, ওএএম (ইংরেজি: Bill Brown; জন্ম: ৩১ জুলাই, ১৯১২ - মৃত্যু: ১৬ মার্চ, ২০০৮) কুইন্সল্যান্ডের টুওম্বা এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ১৯৩৪ থেকে ১৯৪৮ সালের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, একটি টেস্টে দলের অধিনায়ক ছিলেন।

বিল ব্রাউন
আনুমানিক ১৯৩৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে বিল ব্রাউন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামউইলিয়াম আলফ্রেড ব্রাউন
জন্ম(১৯১২-০৭-৩১)৩১ জুলাই ১৯১২
টুওম্বা, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
মৃত্যু১৬ মার্চ ২০০৮(2008-03-16) (বয়স ৯৫)
ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
উচ্চতা১.৭৬ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাব্যাটসম্যান. অধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৫০)
৮ জুন ১৯৩৪ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৪ জুন ১৯৪৮ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৩২/৩৩–১৯৩৫/৩৬নিউ সাউথ ওয়েলস
১৯৩৬/৩৭–১৯৪৯/৫০কুইন্সল্যান্ড বুলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২২ ১৮৯
রানের সংখ্যা ১,৫৯২ ১৩,৮৩৮
ব্যাটিং গড় ৪৬.৮২ ৫১.৪৪
১০০/৫০ ৪/৯ ৩৯/৬৬
সর্বোচ্চ রান ২০৬* ২৬৫*
বল করেছে ১৬৯
উইকেট
বোলিং গড় ১৮.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১৪/– ১১০/১
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ এপ্রিল ২০১৭

দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন বিল ব্রাউন[১]

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণকারী ব্রাউনকে শুরুতেই কাজ ও ক্রিকেট জীবনে লড়াই করতে হয়েছে। ১৯৩২-৩৩ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের পক্ষে অভিষেক ঘটে। এরপর ১৯৩৪ সালে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলের টেস্ট সদস্য মনোনীত হন। এ সফর শেষে দলের দীর্ঘদিনের উদ্বোধনী জুটি বিল পন্সফোর্ডবিল উডফুল অবসর নেন। ফলে ব্রাউনকে নিজ রাজ্য দলের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ফিঙ্গলটনের সাথে ব্যাটিং উদ্বোধনে নামতে হয়েছে।[২] কিন্তু দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন করা স্বত্ত্বেও ১৯৩৮ সালে ইংল্যান্ড সফরের সদস্য হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ তাকে অন্তর্ভুক্ত করায় বিতর্কের মুখোমুখি হতে হয়েছে।[৩][৪] কিন্তু ঐ সফরে তিনি ১,৮৫৪ রান তোলেন। তন্মধ্যে, দ্বিতীয় টেস্টে অপরাজিত ২০৬* করে অস্ট্রেলিয়াকে পরাজয় থেকে রক্ষা করেন।

১৯৩০-এর দশকে জ্যাক ফিঙ্গলটনের সাথে জুটি গড়ে অধিক সফলতা পেয়েছেন। এ জুটিকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফলতম জুটি হিসেবে চিহ্নিত করা হয়।[৫]

নভেম্বর, ১৯৪৭ সালে প্রথমবারের মতো মানকাড়ীয় রান আউটের শিকার হন তিনি।[৬][৭][৮][৯] এছাড়াও, ডন ব্র্যাডম্যানের 'অপরাজেয় দলের' সদস্য হন তিনি। এ দলটি ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে কোন খেলায় পরাজিত হয়নি।

অধিনায়কত্ব সম্পাদনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে খেলা থেকে বিরত থাকার পর পুনরায় খেলতে নামেন। ১৯৪৬ সালে প্রথম ও একমাত্র কুইন্সল্যান্ডীয় হিসেবে অস্ট্রেলিয়া দলকে একটিমাত্র টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পান। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ঐ টেস্টে তার দল জয় পেয়েছিল।[১০][১১]

অবসর সম্পাদনা

খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর সংক্ষিপ্তকালের জন্য টেস্ট দল নির্বাচকের দায়িত্ব পালন করেন।[১২] এছাড়াও গাড়ি বিক্রয় ও পরবর্তীকালে ক্রীড়াসামগ্রী বিক্রয়কর্মের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখেন। ২০০৯ সালে তার দেহাবসান ঘটে।[১৩] এ সময়ে তিনি অস্ট্রেলিয়ার বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার ছিলেন।

১৯৩৮ সালে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করে।[১৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Players who have played for New South Wales". www.cricketarchive.com. Retrieved 28 April, 2017
  2. Cashman, p. 67.
  3. "Bill Brown"The Telegraph। ২০০৮-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১০ 
  4. "Australian First-Class Season 1937/38: Batting - Most Runs"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৫ 
  5. Frith, David (১৯৮৭)। "'What did you do at Lord's, Grandpa?'"Wisden Cricket MonthlyCricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৬ 
  6. English, Peter (২০০৮-০২-২৩)। "Invincible memories"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৪ 
  7. Haigh, Gideon (২০০৮-০৩-১৮)। "Obituary: Bill Brown: Australian batsman with a light touch"The Guardian। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১০ 
  8. Perry (2000), p. 176.
  9. Luke, Will (২০০৫-১২-০৬)। "Ten controversial dismissals"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৬ 
  10. "Records / Australia / Test matches / List of captains"Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮ 
  11. "Australia in New Zealand Test Match, 29,30 March 1946"Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৮ 
  12. Haigh and Frith, p. 111.
  13. "Bill Brown dies aged 95"Cricinfo। ২০০৮-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭ 
  14. "Wisden 1939 - Bill Brown"Wisden। ১৯৩৯। সংগ্রহের তারিখ ২০০৭-১১-৩০ 

আরও দেখুন সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
ডোনাল্ড ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক
১৯৪৫-৪৬
উত্তরসূরী
ডোনাল্ড ব্র্যাডম্যান