ভুটান জাতীয় ক্রিকেট দল
(Bhutan national cricket team থেকে পুনর্নির্দেশিত)
ভুটান ক্রিকেট দল হল যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভুটানের প্রতিনিধিত্ব করে।
![]() | |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
---|---|
আইসিসি মর্যাদা | অনুমোদিত সদস্য (২০০১) |
আইসিসি অঞ্চল | এশিয়া |
বিশ্ব ক্রিকেট লিগ | নাই (আঞ্চলিক টুর্নামেন্টসমূহ) |
আন্তর্জাতিক ক্রিকেট | |
প্রথম আন্তর্জাতিক | ১২ জুন ২০০৪ বনাম নেপাল, কেলাব আমান, কুয়ালালামপুর, মালয়েশিয়া (টীকা: একই সালে অনূর্ধ্ব ১৭ দল ক্রিকেট খেলায় অংশ নেয় ) |
২৯ মার্চ ২০১০ অনুযায়ী |
ইতিহাসসম্পাদনা
২০০১ সালে ভুটান আইসিসি এর অনুমোদিত সদস্য হয়। [১] ২০০৪ সালে তারা তাদের আন্তর্জাতিক অভিষেক ঘটায় এসিসি ট্রফি দিয়ে। সেই টুর্নামেন্টে তার কোয়ার্টার ফাইনাল খেলে। ২০০৬ সালে তার আবার এসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। তবে সেবার তারা মায়ানমার ছাড়া বাকি সকল দলের কাছে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়।
২০০৬ সালের পর এসিসি ট্রফি দুই অংশে বিভক্ত হয়। এলিট ও চ্যালেঞ্জ। ভুটান ২০০৯ সালে এসিসি ট্রফি চ্যালেঞ্জ-এ অংশ নেয়। সেই টুর্নামেন্ট-এ তারা রানার্সআপ হয়। এই ফল তাদের পরবর্তী এসিসি ট্রফি এলিট ও বিশ্ব ক্রিকেট লীগ এর অষ্টম বিভাগে খেলার যোগ্যতা এনে দেয়।
টুর্নামেন্ট ইতিহাসসম্পাদনা
বিশ্ব ক্রিকেট লীগসম্পাদনা
- ২০১০ :৮ম বিভাগ : ৭ম স্থান
- অবনমন
- ২০১২ :৮ম বিভাগ: ৮ম স্থান - অবনমন
এসিসি ট্রফিসম্পাদনা
এসিসি ট্রফি চ্যালেঞ্জসম্পাদনা
- ২০০৯ : ২য়