বার্থোলিনের গ্রন্থি

(Bartholin gland থেকে পুনর্নির্দেশিত)

বার্থোলিনের গ্রন্থি (Bartholin’s glands) যা বার্থোলিন গ্রন্থি (Bartholin gland) বা গ্রেটার ভেসটিবিউলার গ্রন্থি (greater vestibular glands) নামেও পরিচিত—দুটি গ্রন্থি যা মহিলাদের যোনির প্রবেশদ্বারের কাছে একটু নিচে ডানে ও বামে অবস্থিত। এদের সম্মন্ধে প্রথম বর্ণনা পাওয়া যায় সপ্তদশ শতকে। ড্যানিশ শরীরবিদ ক্যাসপার বার্থোলিন দ্য ইয়াঙ্গার (১৬৫৫-১৭৩৮) এদের বর্ণনা দেন।

বার্থোলিনের গ্রন্থি
স্ত্রী যৌন অঙ্গ-প্রত্যঙ্গসমূহ
বিস্তারিত
পূর্বভ্রূণইউরোজেনিটাল সাইনাস
ধমনীবহিঃস্থ পিউডেন্ডাল ধমনী[১]
স্নায়ুইলিওইঙ্গুইনাল স্নায়ু[১]
লসিকাsuperficial inguinal lymph nodes
শনাক্তকারী
লাতিনglandula vestibularis major
মে-এসএইচD001472
টিএ৯৮A09.2.01.016
টিএ২3563
এফএমএFMA:9598
শারীরস্থান পরিভাষা

বার্থোলিনের গ্রন্থি পুরুষের বালবোউরেথ্রাল গ্রন্থির সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও বার্থোলিনের গ্রন্থি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে অবস্থিত, আর বালবোউরেথ্রাল গ্রন্থি অবস্থিত ডিপ পেরিনিয়াল পাউচে

কাজ ও উদ্দেশ্য সম্পাদনা

বার্থোলিনের গ্রন্থি যোনির পিচ্ছিলতা বাড়ানোর জন্য মিউকাস ক্ষরণ করে। একজন মহিলার অর্গাজমের (শীর্ষসুখ) আগে প্রতি মিনিটে কম-বেশি এক বা দুই ফোঁটা তরল ক্ষরণ করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Greater Vestibular (Bartholin) gland"। ৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০০৯