বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মহিলাদের জাতীয় ফুটবল দল
(Bangladesh women's national football team থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল হল আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল। এটি মহিলা ফুটবল কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দলটি এশীয় ফুটবল কনফেডারেশনের সদস্য এবং দলটি এখনো বিশ্বকাপ বা এএফসি মহিলা এশীয় কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

বাংলাদেশ
দলের লোগো
ডাকনামবাংলার বাঘিনী
অ্যাসোসিয়েশনবাংলাদেশ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনসাফ (দক্ষিণ এশিয়া)
প্রধান কোচসাইফুল বারী টিটু
অধিনায়কসাবিনা খাতুন
সর্বাধিক ম্যাচসাবিনা খাতুন (৩৯)
শীর্ষ গোলদাতাসাবিনা খাতুন (২২)
মাঠবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
(ঢাকা)
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
(ঢাকা)
ফিফা কোডBAN
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৪০ বৃদ্ধি ২ (১৫ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ১০০ (ডিসেম্বর ২০১৩)
সর্বনিম্ন১৩৭ (এপ্রিল ২০২১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বাংলাদেশ ০–১ নেপাল   
(ঢাকা, বাংলাদেশ; ২৯ জানুয়ারি ২০১০)
বৃহত্তম জয়
 বাংলাদেশ ৯–০ ভুটান 
(কক্সবাজার, বাংলাদেশ; ১৫ ডিসেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 বাংলাদেশ ০–৯ থাইল্যান্ড 
(ঢাকা, বাংলাদেশ; ২১ মে ২০১৩)

২৯শে জানুয়ারি ২০১০ সালে দলটি সর্বপ্রথম নেপালের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করে।[২]

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা হিসেবে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।[৩]

ইতিহাস সম্পাদনা

২০১০ সালের ২৯ জানুয়ারী নেপালের বিপক্ষে বাংলাদেশ নিজের দেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমস ২০১০-তে তাদের প্রথম খেলা খেলেছিল, তারা ১-০ হেরেছে। তারা আরও তিনটি দেশের বিপক্ষে খেলেছিল, দু'টি গেম জিতেছিল এবং একটি হেরেছিল, ভারতের বিরুদ্ধে কুখ্যাত ৭-০ ব্যবধানে। তাদের দ্বিতীয় প্রতিযোগিতা বছর শেষে ২০১০ এসএএফএফ মহিলা চ্যাম্পিয়নশিপে তাদের নিজের দেশে ছিল, তবে এবার কক্সবাজারে। তারা ভুটান এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২-০ এবং ৯-০) জিতিয়ে এবং সেমিফাইনালে ভারতনেপালের কাছে হেরে টুর্নামেন্টের বাইরে থেকে।

দলটি ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বিশেষত স্বাগতিক শ্রীলঙ্কা, ভুটান এবং ভারতের সাথে ‘এ’ গ্রুপে অংশ নিয়েছিল। তারা ভারত এবং শ্রীলঙ্কার কাছে যথাক্রমে ৩-০ এবং ২-১ গোলে হেরেছিল, তবে ১৯ মিনিটে প্রু সুনুর একটি গোলের সুবাদে ভুটানের কাছে ১-০ ব্যবধানে জিতল, যদিও এই জয় বাংলাদেশ পরের রাউন্ডে এগিয়ে যায় নি এবং এভাবেই পরাজিত হয়েছিল ।

মাঠ সম্পাদনা

বাংলাদেশ মহিলা জাতীয় দল তাদের ঘরের ম্যাচগুলি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম & বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজন করে থাকে।

খেলোয়াড় সম্পাদনা

বর্তমান দল সম্পাদনা

  • ম্যাচ ও গোলসংখ্যা   হংকং এর বিপক্ষে ম্যাচের পর ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ অনুযায়ী সঠিক।
0#0 অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব
1গো রূপনা চাকমা (2004-01-02) ২ জানুয়ারি ২০০৪ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা
২২ 1গো সাথী বিশ্বাস (2005-08-13) ১৩ আগস্ট ২০০৫ (বয়স ১৮)   এআরবি স্পোর্টিং ক্লাব
২৩ 1গো ইয়াসমিন আক্তার (2004-02-05) ৫ ফেব্রুয়ারি ২০০৪ (বয়স ২০)   নাসরিন স্পোর্টিং ক্লাব

2 শিউলি আজিম (2001-12-20) ২০ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) ১৬   বসুন্ধরা কিংস মহিলা
2 শামসুন্নাহার (2003-01-31) ৩১ জানুয়ারি ২০০৩ (বয়স ২১) ১৬   বসুন্ধরা কিংস মহিলা
2 মোসাম্মাত নার্গিস খাতুন (2001-01-01) ১ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) ১১   বসুন্ধরা কিংস মহিলা
2 মাসুরা পারভিন (2001-10-17) ১৭ অক্টোবর ২০০১ (বয়স ২২) ২২   বসুন্ধরা কিংস মহিলা
১৩ 2 নিলুফা ইয়েসমিন নীলা (2003-01-15) ১৫ জানুয়ারি ২০০৩ (বয়স ২১)   বসুন্ধরা কিংস মহিলা
১৬ 2 নাসরিন আক্তার (2004-12-18) ১৮ ডিসেম্বর ২০০৪ (বয়স ১৯)   এআরবি স্পোর্টিং ক্লাব
১৮ 2 মোসাম্মাত আঁখি খাতুন (2003-06-18) ১৮ জুন ২০০৩ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা

3 মনিকা চাকমা (2003-09-15) ১৫ সেপ্টেম্বর ২০০৩ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা
3 সানজিদা আক্তার (2001-03-20) ২০ মার্চ ২০০১ (বয়স ২৩) ১৫   বসুন্ধরা কিংস মহিলা
3 মিসরাত জাহান মৌসুমী(সহ-অধিনায়ক) (2001-06-08) ৮ জুন ২০০১ (বয়স ২২) ২০   বসুন্ধরা কিংস মহিলা
১২ 3 মারজিয়া আক্তার (2002-10-15) ১৫ অক্টোবর ২০০২ (বয়স ২১)   এআরবি স্পোর্টিং ক্লাব
১৫ 3 মারিয়া মান্ডা (2003-05-10) ১০ মে ২০০৩ (বয়স ২০) ১৫   বসুন্ধরা কিংস মহিলা
১৭ 3 ঋতু পর্ণা চাকমা (2003-12-30) ৩০ ডিসেম্বর ২০০৩ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা
২১ 3 সোহাগী কিস্কু (2004-02-10) ১০ ফেব্রুয়ারি ২০০৪ (বয়স ২০)   এআরবি স্পোর্টিং ক্লাব

4 কৃষ্ণা রাণী সরকার (2001-01-01) ১ জানুয়ারি ২০০১ (বয়স ২৩) ২১   বসুন্ধরা কিংস মহিলা
১০ 4 মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না (2001-04-10) ১০ এপ্রিল ২০০১ (বয়স ২২) ১৮   বসুন্ধরা কিংস মহিলা
১১ 4 সাবিনা খাতুন(অধিনায়ক) (1993-10-23) ২৩ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০) ৩৯ ২২   বসুন্ধরা কিংস মহিলা
১৪ 4 আনুচিং মগিনি (2003-03-01) ১ মার্চ ২০০৩ (বয়স ২১)   এআরবি স্পোর্টিং ক্লাব
১৯ 4 তহুরা খাতুন (2003-05-05) ৫ মে ২০০৩ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা
২০ 4 শামছুন্নাহার জুনিয়র (2004-03-30) ৩০ মার্চ ২০০৪ (বয়স ২০)   বসুন্ধরা কিংস মহিলা

সাম্প্রতিক সময়ে ডাকা খেলোয়াড় সম্পাদনা

  • নিম্নলিখিত খেলোয়াড়দের বিগত ১২ মাসে দলের জন্য ডাকা হয়েছিল।
অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব সর্বশেষ ম্যাচ




ইন ইনজুরির কারণে ফিরিয়ে নিয়েছেন
প্রাথ প্রাথমিক দল
স্থ স্থগিত

কোচিং কর্মকর্তা সম্পাদনা

বর্তমান কোচ সম্পাদনা

অবস্থান নাম সূত্র
প্রধান কোচ   সাইফুল বারী টিটু [৬]
সহকারী কোচ   মাহবুবুর রহমান লিটু
  মাহমুদা আক্তার অনন্যা
  সুইনু প্রু মারমা
গোলকিপিং কোচ
শারীরিক কোচ
ম্যানেজার   আমিরুল ইসলাম বাবু
বাফুফে প্রযুক্তিগত পরিচালক   পল স্মল্লি [৭]

কোচের তালিকা সম্পাদনা

পরিসংখ্যান সম্পাদনা

২৬ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
  • মোটা অক্ষরের খেলোয়াড়রা এখনও বাংলাদেশের সাথে সক্রিয়।

প্রতিযোগিতামূলক রেকর্ড সম্পাদনা

ফিফা মহিলা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা মহিলা বিশ্বকাপ রেকর্ড
বছর ফলাফল স্থান খেলা জয় ড্র* পরা স্বগো বিগো গোপা
  ১৯৯১ প্রবেশ করেনি
  ১৯৯৫ প্রবেশ করেনি
  ১৯৯৯ প্রবেশ করেনি
  ২০০৩ প্রবেশ করেনি
  ২০০৭ প্রবেশ করেনি
  ২০১১ প্রবেশ করেনি
  ২০১৫ যোগ্যতা অর্জন করেনি
  ২০১৯ প্রবেশ করেনি
   ২০২৩ সংকল্প থাকা
সর্বমোট ০/৯ - - - - - - - -
*ড্রয়ের মধ্যে নকআউট ম্যাচগুলির সিদ্ধান্ত নেওয়া নেয়া হয় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে।

এএফসি মহিলা কাপ সম্পাদনা

এএফসি মহিলা এশিয়ান কাপ রেকর্ড
বছর ফলাফল খেলা জয় ড্র* পরা স্বগো বিগো গোপা
 ১৯৭৫ প্রবেশ করেনি
 ১৯৭৭ প্রবেশ করেনি
 ১৯৭৯ প্রবেশ করেনি
 ১৯৮১ প্রবেশ করেনি
 ১৯৮৩ প্রবেশ করেনি
 ১৯৮৬ প্রবেশ করেনি
 ১৯৮৯ প্রবেশ করেনি
 ১৯৯১ প্রবেশ করেনি
 ১৯৯৩ প্রবেশ করেনি
 ১৯৯৫ প্রবেশ করেনি
 ১৯৯৭ প্রবেশ করেনি
 ১৯৯৯ প্রবেশ করেনি
 ২০০১ প্রবেশ করেনি
 ২০০৩ প্রবেশ করেনি
 ২০০৬ প্রবেশ করেনি
 ২০০৮ প্রবেশ করেনি
 ২০১০ প্রবেশ করেনি
 ২০১৪ যোগ্যতা অর্জন করেনি
 ২০১৮ প্রবেশ করেনি
 ২০২২ সংকল্প থাকা
সর্বমোট ০/২০ - - - - - - -
*ড্রয়ের মধ্যে নকআউট ম্যাচগুলির সিদ্ধান্ত নেওয়া নেয়া হয় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ সম্পাদনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ রেকর্ড
বছর ফলাফল খেলা জয় ড্র* হার স্বগো বিগো গোপা
 ২০১০ সেমি-ফাইনাল ১১ +২
 ২০১২ গ্রুপ পর্ব -৩
 ২০১৪ সেমি-ফাইনাল +১
 ২০১৬ রানার্স-আপ +১
 ২০১৯ সেমি-ফাইনাল -৫
 ২০২২ চ্যাম্পিয়ন ২০ +১৯
সর্বমোট ৬/৬ ২৩ ১৩ ৫৮ ৩৩ +২৫
*ড্রয়ের মধ্যে নকআউট ম্যাচগুলির সিদ্ধান্ত নেওয়া নেয়া হয় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে।

দক্ষিণ এশীয় গেমস সম্পাদনা

দক্ষিণ এশীয় গেমস রেকর্ড
বছর ফলাফল খেলা জয় ড্র* পরাজয় স্বগো বিগো গোপা
 ঢাকা ২০১০ ব্রোঞ্জ -৫
 গুয়াহাটি ও শিলং ২০১৬ ব্রোঞ্জ -৪
সর্বমোট ২/২ ১৭ -৯
*ড্রয়ের মধ্যে নকআউট ম্যাচগুলির সিদ্ধান্ত নেওয়া নেয়া হয় পেনাল্টি শুট-আউটের মাধ্যমে।
২০ মার্চ 20১৯ পর্যন্ত হালনাগাদকৃত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  2. http://www.rsssf.com/tabless/safg2010.html#wom
  3. বদিউজ্জামান। "দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  4. "Nepal friendlies for women's football team"। ৬ সেপ্টেম্বর ২০২১। 
  5. জাতীয় দলে নতুন দুই মুখRTV। ৬ সেপ্টেম্বর ২০২১। 
  6. FIFA.com। "Member Association - Bangladesh - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০ 
  7. FIFA.com। "Member Association - Bangladesh - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা