অশোকা (চলচ্চিত্র)

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার ইতিহাসিক চলচ্চিত্র
(Asoka (2001 film) থেকে পুনর্নির্দেশিত)

অশোকা (ইংরেজি: Aŝoka, দেবনাগরী: अशोक) ২০০১ সালের ভারতীয় মহাকাব্যিক ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন সন্তোষ সিভান। এটি ভারতীয় মৌর্য রাজবংশের সম্রাট অশোকের প্রাথমিক জীবনযাত্রার নাট্য সংস্করণ। যিনি ৩য় শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল শাসন করেন।

অশোকা
ডিভিডি'র প্রচ্ছদ
পরিচালকসন্তোষ সিভান
প্রযোজক
চিত্রনাট্যকার
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীসুরেশ ওবেরয়
সুরকার
চিত্রগ্রাহকসন্তোষ সিভান
সম্পাদকএ. স্রীকার প্রাসাদ
পরিবেশকড্রিমজ্ আনলিমিটেড
মুক্তিঅক্টোবর ২৬, ২০০১
স্থিতিকাল১৭১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

শাহরুখ খান, জুহি চাওলা এবং রাধিকা সাগুনি প্রযোজিত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সন্তোষ সিভান এবং সাকেট চৌধুরী। সঙ্গীত পরিচালনা করেছেন সন্দীপ চওতা এবং অনু মালিক। অভিনয়ে ছিলেন শাহরুখ খান, কারিনা কাপুর, ড্যানি ডেনজংপা, আজিথ কুমার, রাহুল দেব এবং হৃশিতা ভট্ট

এটি মূলত ভারতে অশোক দ্য গ্রেট শিরোনামে মুক্তি পায়। তামিলে মুক্তির শিরোনাম ছিলো সম্রাট অশোক

চলচ্চিত্রটি ব্যাপকভাবে যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকা জুড়ে প্রদর্শন করা হয়। এবং ভেনিস চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শণের জন্যে নির্বাচিত হয়, যেখানে এই চলচ্চিত্র ইতিবাচক সাড়া পায়।[১] তবে, চলচ্চিত্রটি ভারতীয় সমালোচক ও দর্শকের মনপুত হয় নি[২] এবং বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

অভিনয়ে সম্পাদনা

চলচ্চিত্রের অধিকাংশ চরিত্র ঐতিহাসিক ব্যক্তির কাল্পনিক সংস্করণ:

কলাকুশলী সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

সাউন্ড ট্র্যাক সম্পাদনা

অশোকা:
দ্য অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক
 
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ২০০১
ঘরানাওয়ার্ল্ড মিউজিক
দৈর্ঘ্য৩৮:২৩
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক
প্রযোজকআনু মালিক

সকল গানের সুরকার আনু মালিক।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারশিল্পীদৈর্ঘ্য
১."সান সানানা"আনান্দ বকশিঅলকা ইয়াগণিক, হেমা সারদেশাই৫:৫২
২."রাত কা নেশা"গুলজারচিত্রা৫:১০
৩."রশনী সে"গুলজারঅভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগণিক৬:৫৪
৪."ও রে কাঞ্চি"গুলজারঅলকা ইয়াগণিক, শান৫:৩৩
৫."রাত কা নেশা" (দ্বৈত সংস্করণ)গুলজারঅভিজিৎ ভট্টাচার্য, চিত্রা৫:১০
৬."আ তৈয়ার হোযা"গুলজারসুনিধী চৌহান৬:০৭
৭."অশোকা থিম" (যন্ত্রসঙ্গীত)  ৩:৫৭
মোট দৈর্ঘ্য:৩৮:২৩

পুরস্কার সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. অসীম ছাবড়া (অক্টোবর ২৪, ২০০১)। "Hype 'n' Hoopla"। rediff.com। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 
  2. ভি. গীতানাথ (মে ২৩, ২০০২)। "Keep date with Asoka"চেন্নাই, ভারত: দ্য হিন্দু। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা