আরনাউদিয়া মসজিদ

(Arnaudija Mosque থেকে পুনর্নির্দেশিত)

আরনাউদিয়া মসজিদ বসনিয়া ও হার্জেগোভিনার বানিয়া লুকায় ১৫৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বৃহৎ মসজিদ ছিল। এটি ১৯৯৩ সালের ৭ই মে তারিখে রেপুব্লিকা স্রপস্কার সেনাবাহিনী মসজিদটিকে ধ্বংস করে দেয়।[১]

আরনাউদিয়া মসজিদ
পুনর্নির্মাণকালে আরনাউদিয়া মসজিদের চিত্র
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানবানিয়া লুকা, বসনিয়া ও হার্জেগোভিনা
স্থানাঙ্ক৪৪°৪৬′১১.৮″ উত্তর ১৭°১০′৫৪.৪″ পূর্ব / ৪৪.৭৬৯৯৪৪° উত্তর ১৭.১৮১৭৭৮° পূর্ব / 44.769944; 17.181778
স্থাপত্য
ধরন১৫৯৪
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার

রেপুব্লিকা স্রপস্কা কর্তৃপক্ষ কর্তৃক এই ধ্বংসযজ্ঞটি সংগঠিত করা হয়েছিল। তাদের নির্দেশের মধ্যে একে অপরের থেকে প্রায় ৮০০ মিটার (২,০০০ ফুট) দূরের পুরো আরনাউদিয়া মসজিদ কমপ্লেক্স ও ফরহাদ পাশা মসজিদ কমপ্লেক্সকে ধ্বংস করার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। উভয় মসজিদকে একই রাতে ঠিক ১৫ মিনিটের ব্যবধানে ধ্বংস করা হয়েছিল।

বানিয়া লুকার অন্যতম সার্বীয় নেতা, রাদোস্লাভ ব্রানানিনকে অ-সার্বীয়দের জাতিগত নির্মূলকরণ এবং মসজিদসহ মুসলমানদের সম্পত্তি ধ্বংস করার ক্ষেত্রে তার দায়ের জন্য দোষী সাব্যস্ত করার পর তাকে ৩২ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Banja Luka u Snu (ইংরেজি) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জানুয়ারি ২০, ২০০৭ তারিখে - site visited 2006-12-04

বহিঃসংযোগ সম্পাদনা