অ্যারিজোনা

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য
(Arizona থেকে পুনর্নির্দেশিত)

অ্যারিজোনা হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি রাজ্য। এছাড়া এটি পশ্চিমা এবং পর্বত রাজ্যেরও একটি অংশ। এটি ৫০ টি রাজ্যের মধ্যে ৬ষ্ঠ বৃহত্তম এবং জনসংখ্যার ভিত্তিতে ১৪তম। এর রাজধানী ও বৃহত্তম শহরটি হল ফিনিক্স। অ্যারিজোনা উটাহ, কলোরাডো এবং নিউ মেক্সিকোর সাথে ফোর কর্নার অঞ্চল ভাগ করে নিয়েছে; এর অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলি হল পশ্চিমে নেভাডাক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে মেক্সিকোর সোনোরা এবং বাজা ক্যালিফোর্নিয়া রাজ্য

অ্যারিজোনা
অঙ্গরাজ্য
স্টেট অব অ্যারিজোনা
ডাকনাম: গ্র্যান্ড ক্যানিয়ন রাজ্য;
তামা রাজ্য;
দ্য ভ্যালেন্টাইন স্টেট
নীতিবাক্য: Ditat Deus (God enriches)
সঙ্গীত: "দ্য অ্যারিজোনা মার্চ সং""অ্যারিজোনা"
যুক্তরাষ্ট্রের মানচিত্রে চিহ্নিত স্থানটি হলো অ্যারিজোনা
যুক্তরাষ্ট্রের মানচিত্রে চিহ্নিত স্থানটি হলো অ্যারিজোনা
রাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্র
রাজ্য প্রতিষ্ঠার আগেঅ্যারিজোনা টেরিটরি
ইউনিয়নে অন্তর্ভুক্তি১৪ ফেব্রুয়ারি ১৯১২ (৪৮তম)
রাজধানীফিনিক্স
বৃহত্তম শহররাজধানী
বৃহত্তম মেট্রোবৃহত্তর ফিনিক্স
সরকার
 • গভর্নরডগ ডুসি (আর)
 • লেফটেন্যান্ট গভর্নরকেটি হবস (ডি)
আয়তন
 • মোট১,১৩,৯৯০ বর্গমাইল (২,৯৫,২৩৪ বর্গকিমি)
এলাকার ক্রম৬ষ্ট[]
মাত্রা
 • দৈর্ঘ্য৪০০ মাইল (৬৪৫ কিলোমিটার)
 • প্রস্থ৩১০ মাইল (৫০০ কিলোমিটার)
উচ্চতা৪,১০০ ফুট (১,২৫০ মিটার)
সর্বোচ্চ উচ্চতা (হামফ্রেস পিক[][][])১২,৬৩৭ ফুট (৩,৮৫২ মিটার)
সর্বনিন্ম উচ্চতা (সোনোরা সীমান্তে কলোরাডো নদী[][])৭২ ফুট (২২ মিটার)
জনসংখ্যা (২০১৯)
 • মোট৭২,৭৮,৭১৭
 • ক্রম১৪ম
 • জনঘনত্ব৫৭/বর্গমাইল (২২/বর্গকিমি)
 • ঘনত্বের ক্রম৩৩ম
 • মধ্যবিত্ত পরিবার আয়ের$৫৬,৫৮১[]
 • আয়ের ক্রম২৯তম
বিশেষণঅ্যারিজোনান[]
ভাষা
 • দাপ্তরিক ভাষাইংরেজি
 • কথ্য ভাষা২০১০ সাল অনুযায়ী
সময় অঞ্চলপর্বত (ইউটিসি−০৭:০০)
পর্বত (ইউটিসি−০৭:০০)
ইউএসপিএস সংক্ষেপণএজেড
আইএসও ৩১৬৬ কোডইউএস-এজেড
অক্ষাংশ৩১°২০′ উ থেকে ৩৭° উ
দ্রাঘিমাংশ১০৯°০৩′ প থেকে ১১৪°৪৯′ প
ওয়েবসাইটaz.gov
Arizona-এর অঙ্গরাজ্য প্রতীক
জীবনযাপন
উভচরArizona tree frog
পাখিCactus wren
প্রজাপতিTwo-tailed swallowtail
মাছApache trout
ফুলSaguaro cactus blossom
স্তন্যপায়ীRing-tailed cat
সরীসৃপArizona ridge-nosed rattlesnake
বৃক্ষPalo verde
জড় খেতাবে
রঙBlue, old gold
আগ্নেয়াস্ত্রColt Single Action Army revolver
জীবাশ্মPetrified wood
রত্নTurquoise
খনিজFire agate
শিলাPetrified wood
জাহাজUSS Arizona
স্লোগানThe Grand Canyon State
মৃত্তিকাCasa Grande
অঙ্গরাজ্য রুট চিহ্নিতকারী
Arizona state route marker
অঙ্গরাজ্য কোয়ার্টার
Arizona quarter dollar coin
2008-এ প্রকাশিত
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য প্রতীকগুলির তালিকা
মানচিত্র
Interactive map showing border of Arizona (click to zoom)

অ্যারিজোনা ৪৮তম রাজ্য এবং ইউনিয়নে স্বীকৃত রাজ্যের মধ্যে সর্বশেষতম রাজ্য, ১৪ ই ফেব্রুয়ারি ১৯১২ সালে রাজ্যত্ব অর্জন করে। ঐতিহাসিকভাবে অঞ্চলটি নিউ স্পেনের আল্টা ক্যালিফোর্নিয়ার অংশ, এটি ১৮২১ সালে স্বাধীন মেক্সিকোর একটি অংশে পরিণত হয়। মেক্সিকো-আমেরিকান যুদ্ধে পরাজিত হওয়ার পরে মেক্সিকো এই অঞ্চলটির বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদান করে। রাজ্যের দক্ষিণতম অংশটি ১৮৫৩ সালে গ্যাডসডেন ক্রয়ের মাধ্যমে অধিগ্রহণ করা হয়।

দক্ষিণ অ্যারিজোনা খুব উষ্ণ গ্রীষ্ম এবং হালকা শীত সহকারে মরুভূমির আবহাওয়ার জন্য পরিচিত। উত্তর অ্যারিজোনা পাইন, ডগলাস ফারস্প্রস গাছ; কলোরাডো মালভূমি; পর্বতমালা (যেমন সান ফ্রান্সিসকো পর্বতমালা); পাশাপাশি গ্রীষ্মের অধিক তাপমাত্রা ও উল্লেখযোগ্য শীতের তুষারপাত সহ বৃহত্তর, গভীর ক্যানিয়নগুলির বৈশিষ্ট্যযুক্ত। ফ্ল্যাগস্ট্যাফ, আলপাইন ও টাকসন অঞ্চলে স্কি রিসর্ট রয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত বিশ্বের সাতটি প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে একটি গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যান ছাড়াও, এখানে রয়েছে বেশ কয়েকটি জাতীয় বন, জাতীয় উদ্যান এবং জাতীয় স্মৃতিসৌধ।

দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রে অবস্থিত অ্যারিজোনা ফোর কর্নার রাজ্যগুলির মধ্যে একটি। নিউ মেক্সিকো এবং নেভাডার আগে অ্যারিজোনা অঞ্চল অনুসারে ষষ্ঠ বৃহত্তম রাজ্য। রাজ্যের ১,১৩,৯৯৮ বর্গমাইল (২,৯৫,০০০ বর্গকিমি) আয়তনের জমির মধ্যে প্রায় ১৫% ব্যক্তিগত মালিকানাধীন। বাকি জমি বা অঞ্চল সরকারি বন ও উদ্যানের জমি, রাষ্ট্রীয় আস্থা জমি এবং স্থানীয় আমেরিকানদের জন্য সংরক্ষিত।

অ্যারিজোনা রাজ্যের দক্ষিণাঞ্চলে মরুভূমি অববাহিকা এবং পার্বত্য অঞ্চলের জন্য সুপরিচিত, যা ক্যাকটাসের মতো জিরোফাইট গাছে সমৃদ্ধ। এই অঞ্চলের ভূসংস্থান প্রাগৈতিহাসিক আগ্নেয়গিরির দ্বারা গঠিত হয়েছিল, তারপরে শীতলীকরণ এবং সম্পর্কিত অবনমন ঘটে। এই অঞ্চলের জলবায়ুতে প্রচণ্ড গরম ও হালকা শীত রয়েছে। রাজ্যটি কলোরাডো মালভূমির উচ্চ দেশের পাইন গাছে আবৃত উত্তর-কেন্দ্রীয় অংশের জন্য কম পরিচিত (অ্যারিজোনা পর্বতমালার বন দেখুন)।

দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের মতো অ্যারিজোনায়ও প্রচুর পর্বত ও মালভূমি রয়েছে। রাজ্যের শুষ্কতা সত্ত্বেও, অ্যারিজোনার আয়তনের ২৭% বনভূমি রয়েছে,[] যা আধুনিক যুগের রোমানিয়া বা গ্রিসের সাথে তুলনীয়।[] প্যান্ডেরোসা পাইন গাছগুলির বিশ্বের বৃহত্তম উপস্থিতি অ্যারিজোনায় রয়েছে।[]

মোগলন রিম হল ১,৯৯৮ ফুট (৯০৯ মিটার) উচু খাড়া ঢাল, যা রাজ্যের কেন্দ্রীয় অংশে অবস্থিত হয়ে রাজ্যটিকে দুই ভাবে বিভক্ত করে এবং এটি কলোরাডো মালভূমির দক্ষিণ-পশ্চিমকে প্রান্ত চিহ্নিত করে। ২০০২ সালে রোডিও-চেডিস্কি অগ্নিকাণ্ড ঘটে একটি অঞ্চল, এটি ২০১১ সালের রাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

উত্তর অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নটি কলোরাডো নদীর দ্বারা তৈরি একটি রঙিন, গভীর ও খাড়া-পার্শ্বযুক্ত ঘাট। উপত্যকাটি বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি এবং এটি মূলত গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানের মধ্যে অন্তর্ভুক্ত - এটি যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি। রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলটিকে জাতীয় উদ্যান হিসাবে মনোনীত করার অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন, প্রায়শই পাহাড়ের সিংহ শিকার করতে এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে যেতেন। উপত্যকাটি কলোরাডো নদীর মাধ্যমে কয়েক মিলিয়ন বছর ধরে ক্ষয় কাজের দ্বারা তৈরি হয়েছিল এবং প্রায় ২৭৭ মাইল (৪৪৬ কিলোমিটার) দীর্ঘ, ৪ থেকে ১৮ মাইল (৬ থেকে ২৯ কিলোমিটার) প্রস্থে এবং ১ মাইলেরও বেশি গভীরতা অর্জন করেছে (1.6 কিমি)। কলোরাডো নদী এবং এর উপনদীগুলি পলি স্তরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে পলি স্তর অপসারণের ফলে পৃথিবীর প্রায় দুই বিলিয়ন বছরের ইতিহাস প্রকাশ পেয়েছে।

অর্থনীতি

সম্পাদনা

২০১১ সালে রাজ্যের মোট উৎপাদন ছিল $২৫৯ বিলিয়ন। এই পরিসংখ্যানটি অ্যারিজোনাকে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলির চেয়ে বৃহত্তর অর্থনীতি হিসাবে তুলে ধরে। রাজ্যের অর্থনীতির সংমিশ্রণটি বৈচিত্র্যময়; যদিও স্বাস্থ্যসেবা, পরিবহন ও সরকার সবচেয়ে বড় ক্ষেত্র হিসাবে রয়ে গেছে।

রাজ্যের মাথাপিছু আয় $৪০,৮২৮ ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৯তম স্থানে রয়েছে। রাজ্যের মধ্যবিত্ত পরিবারগুলির গড় আয় $৫০,৪৪৮, যা দেশের মধ্যে ২২তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গড়ের ঠিক নীচে অবস্থান করছে। ইতিহাসের প্রথমদিকে অ্যারিজোনার অর্থনীতি পাঁচটি সি-এর উপর নির্ভরশীল ছিল, এগুলি হল তামা (অ্যারিজোনায় তামা খনন দেখুন), তুলা, গবাদি পশু, সাইট্রাস (লেবুজাতীয় ফল) এবং জলবায়ু (পর্যটন)। তামা এখনও বহু বিস্তৃত খোলামুখ খনি ও ভূগর্ভস্থ খনি থেকে ব্যাপকভাবে খনন করা হয়, যা দেশের মোট উৎপাদনের দুই-তৃতীয়াংশ হয়ে থাকে।

শিক্ষা

সম্পাদনা

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা

সম্পাদনা

অ্যারিজোনায় সরকারি বিদ্যালয়গুলি প্রায় ২২০ স্থানীয় স্কুল জেলায় বিভক্ত, যেগুলি স্বতন্ত্রভাবে পরিচালিত। তবে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচিত কাউন্টি স্কুল সুপারিন্টেন্ডেন্টদের দ্বারা পরিচালিত হয়; এগুলি অ্যারিজোনা রাজ্য শিক্ষা বোর্ড এবং অ্যারিজোনা শিক্ষা বিভাগ দ্বারা তদারকি করা হয়। একজন রাজ্য সরকারি সুপারিন্টেন্ডেন্ট (চার বছরের মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচন না হলে প্রতি সমান সংখ্যক বছরের জন্য দলীয় নির্বাচনে নির্বাচিত হন)। ২০০৫ সালে এই জেলাগুলির বেশিরভাগ সংহত ও একীকরণের লক্ষ্য নিয়ে একটি স্কুল জেলা পুনর্নির্মাণ কমিশন প্রতিষ্ঠিত হয়।

উচ্চ শিক্ষা

সম্পাদনা
 
টুসনে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়
 
টেম্পেতে আরিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয় (একটি বায়োডিজাইন ভবন)।
 
ফ্ল্যাগস্ট্যাফে উত্তর অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় (দ্য স্কাইডোম)।

অ্যারিজোনা তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে; এগুলি হলঅ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয় এবং উত্তর অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়। এই বিদ্যালয়গুলি অ্যারিজোনা বোর্ড অব রিজেন্ট দ্বারা পরিচালিত হয়।

অ্যারিজোনায় বেসরকারি উচ্চশিক্ষায় প্রচুর পরিমাণে লাভজনক ও "শৃঙ্খল" (বহু-প্রাঙ্গণ) বিশ্ববিদ্যালয়গুলি প্রাধান্য পেয়েছে।[১০]

এমব্রি–রিডল অ্যারোনটিকাল বিশ্ববিদ্যালয় এবং প্রেসকোট কলেজ অ্যারিজোনার একমাত্র অলাভজনক চার বছরের পঠন-পাঠন বিশিষ্ট বেসরকারি কলেজ।[১১]

অ্যারিজোনায় দুই বছরের ভোকেশনাল বিদ্যালয় এবং কমিউনিটি কলেজগুলির বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এই কলেজগুলি ঐতিহাসিকভাবে পৃথক পৃথক রাজ্য পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হত, কিন্তু ২০০২ সালে রাজ্য আইনসভা প্রায় সমস্ত তদারকি কর্তৃপক্ষকে পৃথক কমিউনিটি কলেজ জেলায় স্থানান্তরিত করে।[১২] মেরিকোপা কাউন্টি কমিউনিটি কলেজ জেলাতে মেরিকোপা কাউন্টির ১১ টি কমিউনিটি কলেজ অন্তর্ভুক্ত এবং এটি দেশের অন্যতম বৃহৎ কলেজ জেলাগুলির একটি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2010 Census State Area Measurements and Internal Point Coordinates". U.S. Census Bureau. Retrieved February 14, 2012.
  2. "Frisco"NGS Data SheetNational Geodetic Survey, National Oceanic and Atmospheric Administration, United States Department of Commerce। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  3. "Elevations and Distances in the United States"United States Geological Survey। ২০০১। অক্টোবর ১৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১১ 
  4. Elevation adjusted to North American Vertical Datum of 1988.
  5. "Median Annual Household Income"The Henry J. Kaiser Family Foundation। ডিসেম্বর ২০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০১৬ 
  6. "Arizona—Definition and More from the Free Merriam-Webster Dictionary"। Merriam-webster.com। এপ্রিল ২৫, ২০০৭। জানুয়ারি ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১১ 
  7. "Urban and Community Forestry Division"। Arizona State Forestry Division। জুলাই ১৪, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৬, ২০১৪ 
  8. "CIA - The World Factbook"। Cia.gov। ২০২০-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৮ 
  9. "Prescott Overview"। Ncsu.edu। মে ১৫, ২০০২। জানুয়ারি ১৮, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১০ 
  10. "College Navigator—Search Results"nces.ed.gov। মে ১১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০০৯ 
  11. "College Navigator—Prescott College"nces.ed.gov। মে ১১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০০৯ 
  12. 2002 Legislature—HB 2710, which later became ARS 15-1444

বহিঃসংযোগ

সম্পাদনা