আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[৩] বেসরকারি পর্যায়ের এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এই বিশ্ববিদ্যালয় চারটি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রি ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি একটি স্বাধীন সংস্থা যার নিজস্ব ট্রাস্টি বোর্ড রয়েছে।[৪]
![]() আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-র মনোগ্রাম | |
নীতিবাক্য | যেখানে নেতৃত্ব তৈরি করা হয় |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯৪ |
অধিভুক্তি | ইউজিসি আইইবি |
চেয়ারম্যান | ইশতিয়াক আবেদীন |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | কারমেন জেড লামাগনা [১][২] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫০০+ (পূর্ণ-সময়) ২০১৯-২০২০ পর্যন্ত |
শিক্ষার্থী | ১৮,০০০(প্রায়) ২০১৯-২০২০ পর্যন্ত |
স্নাতক | ৩৬,৯১১ (২০২২-২০২৩ পর্যন্ত) |
স্নাতকোত্তর | ২,৫০০+ |
ঠিকানা | ৪০৮/১ (পুরাতন কেএ ৬৬/১), কুড়াতলী, কুড়িল, খিলক্ষেত , , ২৩°৪৯′১৯.৪″ উত্তর ৯০°২৫′৩৮.৮″ পূর্ব / ২৩.৮২২০৫৬° উত্তর ৯০.৪২৭৪৪৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে, ৩০ একর |
ভাষা | ইংরেজি |
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান | ড. আনোয়ারুল আবেদিন |
পোশাকের রঙ | গাঢ় নীল |
সংক্ষিপ্ত নাম | এআইইউবি |
ওয়েবসাইট | aiub.edu |
![]() |
ইতিহাস সম্পাদনা
বিশ্ববিদ্যালয়টি ১৯৯৪ সালে ঢাকার বনানীতে ড. আনোয়ারুল আবেদীন এবং ফিলিপাইনের আমা গ্রুপ অফ কোম্পানিজ যৌথ বিনিয়োগে 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২' এর অধীনে প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে 'আমা গ্রুপ' অংশিদারিত্ব ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়টির নাম আমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) হয়।[৫]
ক্যম্পাস সম্পাদনা
বিশ্ববিদ্যালয়টি ঢাকার কুড়াতলী, কুড়িলে অবস্থিত। প্রায় ৩০ একর জমির উপরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। প্রায় ১,৩০০,০০০ বর্গফুট এলাকা জুড়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একটি কাঁচে ঢাকা কেন্দ্রীয় গ্লোব আকৃতির ভবনের জন্য পরিচিত। বিভিন্ন ভবনে বিভিন্ন অণুষদ ও বিভিন্ন বিভাগ অবস্থিত।
- প্রশাসনিক ভবন
- বাণিজ্য অণুষদ
- প্রকৌশল অণুষদ
- সমাজ বিজ্ঞান অণুষদ
- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অণুষদ
- আইন অণুষদ
- ডিন অফিস
- গণিত ও স্থাপত্য বিভাগ
বিভিন্ন অণুষদের প্রাতিষ্ঠানিক রঙ সম্পাদনা
গাড় নীল | বিশ্ববিদ্যালয় |
উজ্জল নীল | বিজ্ঞান অণুষদ |
কমলা | প্রকৌশল অণুষদ |
সবুজ | বাণিজ্য অণুষদ |
বাদামী | আর্টস ও সমাজ বিজ্ঞান অণুষদ |
অণুষদ এবং বিভাগ সমূহ সম্পাদনা
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অণুষদের অধিনে ১৫ টি বিভাগ রয়েছে। এগুলো হল -
- প্রকৌশল অণুষদ
- ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স প্রকৌশল
- কম্পিউটার প্রকৌশল
- স্থাপত্য বিভাগ
- শিল্প ও উৎপাদন প্রকৌশল
- বিজ্ঞান ও প্রযুক্তি অণুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
- বাণিজ্য অণুষদ
- বিবিএ
- এমবিএ
- সমাজ বিজ্ঞান অণুষদ
- আইন বিভাগ
- ইংরেজি বিভাগ
- গনসংযোগ ও সাংবাদিকতা বিভাগ
- জনসাস্থ্য বিভাগ
- অর্থনীতি বিভাগ
- বিজ্ঞাপন বিভাগ
- অন্যান্য
- সিসকো নেটওয়াকিং এ্যাসোসিয়েট কোর্স
অবকাঠামো সম্পাদনা
ল্যাবরেটরী সম্পাদনা
উক্ত বিশ্ববিদ্যালয় তে নিম্নে উল্লেখিত ল্যাবসমূহ রয়েছে।
- এনালগ ইলেক্ট্রনিক্স ল্যাব
- কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব
- কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব
- কন্ট্রোল সিস্টেম ল্যাব
- ডিজিটাল ইলেক্ট্রনিক্স ল্যাব
- ডিজিটাল সিগণাল প্রসেসিং ল্যাব
- ইলেক্ট্রিকাল সার্কিটস ল্যাব
- ইলেক্ট্রিকাল মেশিন্স ল্যাব
- মিজারমেন্ট এন্ড ইন্সট্রুমেন্টেশন ল্যাব
- মাইক্রো কম্পিউটার ল্যাব
- মাইক্রো প্রসেসর ল্যাব
- মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ল্যাব
- মটর রিপেয়ার শপ
- পিসিবি ইচিং রুম
- ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ল্যাব
- টেলিকমিউনিকেশন ল্যাব
- ভিএলএসআই ল্যাব
- ভিএইচডিএল এন্ড লজিক সিনথেসিস ল্যাব
- সুইচ গিয়ার
- প্রজেক্ট ল্যাব
- সেলুলার কমিউনিকেশন ল্যাব
লাইব্রেরী সম্পাদনা
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্লোব আকৃতির সি বিল্ডিং-এ বিশ্ববিদ্যালয়ের আধুনিক লাইব্রেরী অবস্থিত। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসাথে ৫০০ জনেরও বেশি ছাত্রের পড়ার ব্যবস্থা আছে। এআইইউবি লাইব্রেরিতে রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে। বর্তমানে লাইব্রেরিতে প্রায় ২৯,২৩১টি বিভিন্ন বিষয় এর উপর বই এবং ১৩২ টি অনলাইন জার্নাল রয়েছে। এছাড়াও লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর ৯১২ টি ভিডিও সিডির সংগ্রহ রয়েছে। লাইব্রেরী পরিচালনার জন্য এবং ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি কেন্দ্রীয় সফটওয়্যার সিস্টেম রয়েছে।
মিলনায়তন সম্পাদনা
নানা অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গোছানো মিলনায়তন আছে। এতে শীতাতপ নিয়ন্ত্রক সহ আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান।
সমাবর্তন এবং স্নাতক সম্পাদনা
২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত ২১টি সমাবর্তনে ৩৬,৯১১ জন স্নাতক ডিগ্রি লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাবসমূহ সম্পাদনা
বিশ্ববিদ্যালয়তে সহ-শিক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে বেশ কিছু ক্লাব এবং সংগঠন রয়েছে। সেগুলো হল -
- এআইউবি এলামনাই এসোসিয়েশন
- এআইউবি এসিএম ক্লাব
- এআইউবি ক্রিকেট টিম
- এআইউবি ড্রামা ক্লাব
- এআইউবি ফিল্ম ক্লাব
- এআইউবি পারফরমিং আর্টস ক্লাব
- এআইউবি ওরাটরি ক্লাব
- এআইউবি ফটোগ্রাফি ক্লাব
- এআইউবি সফটওয়্যার ডেভলপমেন্ট ক্লাব
- আইজেক ইন এআইউবি
- এআইউবি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
- এআইউবি বিজনেস ক্লাব
- এআইউবি সময় ক্লাব
- এআইউবি এনভায়রনমেন্ট ক্লাব
- এআইউবি কম্পিউটার ক্লাব
অধিভুক্তি সম্পাদনা
এআইউবি এর সাথে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সংস্থা এর সাথে সম্পর্ক এবং এফিলিয়েশন রয়েছে।
এছাড়াও, এআইউবি নিম্নলিখিত সংগঠনসমূহের সদস্যপদ লাভ করেছে -
- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ
- বাংলাদেশ বার কাউন্সিল
- বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
- ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস (আইএইউ)
- ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস প্রেসিডেন্টস (আইএইউপি)
- এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন)
- আমেরিকান এসোসিয়েশন অফ ইউনিভার্সিটি এডমিনিস্ট্রেশন (এএইউএ)
- আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (এমচ্যাম)
- এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস ইন দা এশিয়া এন্ড দা প্যাসিফিক (এইউএপি)
- স্কোর রিসিপেন্টস অফ জিম্যাট এন্ড টোয়েফেল উইথ কোড ৭০৬৭
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড
পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম সম্পাদনা
এআইইউবি হল বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় যারা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ACM ICPC) সর্বোচ্চ স্তরে অংশগ্রহণ করেছে যা সাধারণত এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল নামে পরিচিত। [৬]
উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব সম্পাদনা
এলামনাই সম্পাদনা
- আজিজ আহমেদ [৭]
- সাকিব আল হাসান [৮] - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়
- জাহেদ সবুর [৯][১০] - গুগলের প্রথম বাংলাদেশী ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার (পরিচালক)
- মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ - অধিনায়ক, বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দল
- তাসকিন আহমেদ [১১] - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার
- রিয়ার অ্যাডমিরাল এএসএম বাতেন [১২] - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর
- আবুল হোসেন [১৩] - বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা র্যাঙ্কড লেফটেন্যান্ট জেনারেল
- তৌসিফ মাহবুব [১৪] - টেলিভিশন অভিনেতা
- সাব্বির রহমান [১৫] - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়
- সাবিলা নূর [১৬] - টেলিভিশন মডেল, অভিনেত্রী
- মিনার রহমান [১৭] - বাংলাদেশী গায়ক
অনুষদ সম্পাদনা
বর্তমান বা প্রাক্তন অনুষদ অন্তর্ভুক্ত:
- কারমেন লামাগনা
- আহমদ কায়কাউস [১৮]
- অপি করিম [১৯]
- সালেহ উদ্দিন [২০]
- ব্যারিস্টার তৌফিক আহমেদ [২১]
চিত্রশালা সম্পাদনা
-
অস্থায়ী এনেক্স ভবন
-
এআইইউবি ডি বিল্ডিং
-
এআইইউবি মাঠ
-
এআইইউবি ডি বিল্ডিং এর একাংশ
-
এআইইউবি ডি বিল্ডিং এর সামনের রাস্তা
-
এআইইউবি অ্যানিমেশন ল্যাব
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ VC AIUB awarded Presidential Awards for Filipino Individualse। "Star Campus"। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১৪।
- ↑ "Star Campus"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "Overview of AIUB"। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "নাম পরিবর্তন"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Final standing, ACM ICPC World Final 2002"। ২০০৮-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৬।
- ↑ "Aziz Ahmed, Former Army Chief"।
- ↑ "AIUB Inter Dept. Twenty20 Cricket Tournament 2009"। American International University-Bangladesh।
- ↑ "Zaheed Sabur's success at Google"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫।
- ↑ "Zaheed, first Bangladeshi principal engineer at Google"। Dhaka Tribune। ২০১৯-০৫-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫।
- ↑ "Taskin ties the knot"। The Daily Star। ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Rear Admiral Baten appointed 1st VC of Maritime University"। Bangladeshi Mariners। ২১ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১।
- ↑ "Brief Bio Data of Maj Gen Abul Hossain, ndc, psc" (পিডিএফ)। Military Engineer Services। ২১ আগস্ট ২০১৩। ২০১৬-১১-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ Sumaiya Ahsan Bushra (১৭ মার্চ ২০১৩)। "Becoming a star"। The Daily Star।
- ↑ Department (itsd.aiub.edu), AIUB Software Development। "American International University-Bangladesh (AIUB)"। aiub.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫।
- ↑ "Dean's List | Faculty of Arts & Social Sciences"। fass.aiub.edu। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Mehdi Masood (১৫ এপ্রিল ২০১৬)। মিনারে মুগ্ধতা!। Prothom Alo। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- ↑ "Dr. Ahmad Kaikaus"। Ministry of Power, Energy and Mineral Resources। ১১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।
- ↑ "Aupee Karim at DS Cafe"। The Daily Star। ৪ জুন ২০১০।
- ↑ "Teaching"। Saleh Uddin।
- ↑ "From rebel to philosopher"। The Dhaka Tribune। ৫ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ সম্পাদনা
বাংলাদেশের তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |